মুম্বই: খবর বলছে, ১৯ এপ্রিল না কি অর্জুন কাপুরের সঙ্গে সফেদ শাদিটা সেরেই ফেলবেন মালাইকা অরোরা! মানে, খ্রিস্টান মতে সাদা পোশাকের বিয়ে! পাশাপাশি বলছে খবর, সেই বিয়ের আগে না কি ঘনিষ্ঠ বান্ধবীদের নিয়ে মলদ্বীপে চলে গিয়েছেন মালাইকা, ব্যাচেলরেট পার্টি উদযাপন করতে!
View this post on InstagramWhen time stands still #exhale @niyamamaldives #niyama #niyamamaldives
A post shared by Malaika Arora (@malaikaaroraofficial) on
গোটা বলিউডে এই খবর উড়লেও, অর্জুন ও মালাইকার তরফ থেকে কোনও রকম প্রতিক্রিয়া নেই ৷ কিন্তু এত সব খবরের মাঝখানেও দু’জনের মধ্যে কিন্তু প্রেম পর্ব ভালোই চলছে ৷
View this post on InstagramTo infinity and beyond …….. @niyamamaldives #niyamamaldives #niyama#mymaldivianlovestory
A post shared by Malaika Arora (@malaikaaroraofficial) on
ইনস্টাগ্রামে একের পর এক হট ছবি পোস্ট করে চলেছেন মালাইকা ৷ হট রূপে ফের মালাইকাকে দেখে ফ্যানেরা তো রীতিমতো আপ্লুত ৷ কিন্তু এই আপ্লুত ফ্যানের মাঝে রয়েছেন অর্জুন কাপুরও ৷ মালাইকাকে দেখে ছবির নিচে কমেন্টও লিখছেন ৷ দিচ্ছেন লাভ সাইন ৷
https://www.instagram.com/p/BvnqRR7hZuX/
স্পটবয় ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, দুই পরিবার একেবারেই রাজি ৷ দীর্ঘ আলাপ আলোচনার পর, মালাইকা ও অর্জুন নাকি রাজি হয়েছেন এই বিয়েতে ৷ শুধু তাই নয়, ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে বিয়েতে নিমন্ত্রিতদের তালিকা ৷ শোনা যাচ্ছে করিনা কাপুর খান, করিশ্মা কাপুরই নাকি মালাইকার বিয়ের অনুষ্ঠানের পুরো দায়িত্ব নিয়েছেন ৷
https://www.instagram.com/p/Bta-8Rygzds/?utm_source=ig_embed
ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, খুব ছিমছামভাবেই অনুষ্ঠিত হবে এই বিয়ের অনুষ্ঠান ৷ তবে নিমন্ত্রণের তালিকায় থাকবে বলিউডের বিগিজরা ! তবে এই বিয়ের তারিখ ঠিক হওয়া নিয়ে এখনও মুখ খুলতে চাননি অর্জুন বা মালাইকা কেউ-ই !
https://www.instagram.com/p/BvlXkgVAhc2/?utm_source=ig_embed
তবে মালাইকার যারা সব থেকে ঘনিষ্ঠ বান্ধবী সেই নাতাশা পুনাওয়ালা, কারিনা কাপুর, কারিশমা কাপুর ও বোন অমৃতা অরোরা এই সফরে নেই তার সঙ্গে।
View this post on InstagramA post shared by Malaika Arora (@malaikaaroraofficial) on
কথা হল, মালাইকাকে কি ব্যাচেলরেট বলা যায় সব দিক বিচার করে দেখলে? সে যাই হোক গে, বিকিনিতে যে এখনও তাঁর আবেদন ভাষা কেড়ে নেয় পুরুষের মুখ থেকে, তা স্বীকার না করলে অন্যায় হবে! সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা হরেক ছবিতে আমরা দেখছি সেই বর্ণময়তারই ঝলক!