Site icon The News Nest

মা উড়ালপুলে মেরামতির জের, বাইপাসে তীব্র যানজট

traffic jam

কলকাতা: সপ্তাহের দ্বিতীয় কাজের দিনেই চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। বাইপাসে রুবি থেকে মেট্রোপলিটান পর্যন্ত তীব্র যানজট। মিনিট পনেরোর রাস্তাটি পেরোতে সময় লাগছে প্রায় ৪০ মিনিট।

জানা গিয়েছে, সোমবার রাত এগারোটা থেকে মা উড়ালপুলে মেরামতির কাজ শুরু হয়েছে। পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটিগামী অংশে এই মেরামতির কাজ চলছে। এর ফলে চাপ বেড়েছে পার্ক সার্কাস-বাইপাস কানেক্টারের ওপরে। যার প্রভাব পড়েছে বাইপাসের ওপরেও।

এই ভোগান্তি অবশ্য এখনই দূর হওয়ার নয়। আগামী ২৬ এপ্রিল সকাল ছ’টা পর্যন্ত এই মেরামতির কাজ চলবে। ফলে তত দিন যানজট যে চলবে তা বলাই বাহুল্য। এই পরিস্থিতিতে সব থেকে সমস্যায় পড়ছেন সেক্টর ফাইভগামী নিত্যযাত্রীরা। ফলে আগামী কয়েক দিন নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য অনেকটা সময় হাতে নিয়ে বেরোতেই অনুরোধ করা হচ্ছে।

Exit mobile version