Site icon The News Nest

মিশরের সুসজ্জিত সমাধিক্ষেত্রে মিলল বিড়াল, ইঁদুর ও পাখির মমি

Mummy 2

কায়রো: মিশরের সোহাগ শহরে অবস্থিত একটি সুসজ্জিত সমাধিক্ষেত্র থেকে মিলল বেশ কয়েক়টি বিড়াল, ইঁদুর ও পাখির মমি। এত দিন ধরে  প্রায় ছ-হাজার বছর আগেকার অভিজাত মানুষের মমির হদিশ মিললেও এ বার সেই তালিকায় যুক্ত হল এই সমস্ত প্রাণীর মমিও।

মিশরের প্রত্নতাত্ত্বিক মন্ত্রক গত শুক্রবার ঘোষণা করেছে, মিশরের রাজধানী কায়রোর সোহাগ শহরের ওই প্রাচীন সমাধিক্ষেত্রটি ৩০৫-৩০ খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল।মন্ত্রী খালেদ-আল অ্যানানি জানিয়েছেন,  দু-হাজারবছরেরও পুরনো ওই সমাধিক্ষেত্রে মিলেছে তৎকালীন রাজপরিবারের উচ্চপদস্থ কর্তা টাউটু এবং তাঁর স্ত্রীর মমি। তবে এই মমিগুলি প্রকাশ্যে এসেছে অবৈধ খননকারীদের দৌলতেই। চোরাকারবরিরা খনন শুরু করতেই প্রশাসনের নজরে আসে বিষয়টি।

আল-দিবাবত প্রত্নতাত্ত্বিক সাইট আবিষ্কৃত সমাধিটিতে দুটি ছোট কক্ষ রয়েছে। সেখানেই দুটি মমি রাখা ছিল। পুরো সমাধিক্ষেত্রটি বেশ সুন্দর এবং আকর্ষণীয়। যে কারণে ওই স্থানটি পর্যটকদের কাছে বেশ চমকপ্রদ হয়ে উঠবে বলেই মন্ত্রক আশাপ্রকাশ করেছে।২০১১ সালের পর কায়রোর এই সমাধিক্ষেত্রের আবিষ্কারকেই এই দীর্ঘ সময়কালের সব থেকে বড়ো ঘটনা বলে অভিহিত করা হয়েছে।

 

Exit mobile version