মুম্বইয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত ২, ধ্বংসস্তূপে ৫০ জনের আটকে থাকার আশঙ্কা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#মুম্বই: ফের মুম্বইয়ে ভেঙে পড়ল বহুতল। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ মুম্বইয়ের ডোংরি এলাকার ট্যান্ডেল স্ট্রিটে কেশরবাঈ নামে চার তলা একটি বাড়ির একাংশ ধসে পড়ে। স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার সময় ওই বাড়িটিতে ৪০ থেকে ৫০ জন ছিলেন। তাঁরা সকলেই ওই ধ্বংস্তূপে আটকে পড়েছেন বলে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান। ফলে, বড়সড় ক্ষতির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না তারা।

ডোংরি এলাকার তান্ডেল স্ট্রিটে আবদুল রহমান শাহ দরগার কাছেই রয়েছে ওই কেশরবাই বিল্ডিং। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকা খুবই ঘিঞ্জি। বহু পুরনো ওই বহুতলের রক্ষণাবেক্ষণের কাজও তেমন হত না। এ দিন সাড়ে ১১টা নাগাদ আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। বিকট আওয়াজে ছুটে আসেন এলাকার লোকজন। কয়েক জনকে উদ্ধার করেন স্থানীয়েরাই। খবর যায় পুলিশে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। ভেঙে পড়া চাঙড় সরিয়ে  উদ্ধারকাজ শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল।

এক প্রত্যক্ষদর্শী বলেন, “প্রকাণ্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ভূমিকম্প হল মনে হচ্ছে। বিল্ডিং ভেঙে পড়ল বলে সবাই চিত্কার করছে।” ওই ভবনটি প্রায় একশো বছরের পুরনো বলে দাবি স্থানীয়দের। পুরসভা থেকে বিপজ্জনক বাড়ি হিসাবে চিহ্নিত করা হয়েছে কিনা তা জানা যায়নি। সেখানে ৭-৮টি পরিবার বসবাস করে। উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে জলমগ্ন ছিল গোটা এলাকা। তার জেরে ওই ভবনের ভিত দুর্বল হয়ে পড়ে বলে দাবি স্থানীয়দের।

নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যেই আশপাশের বাড়িগুলি খালি করে দেওয়া হয়েছে। এর আগেও একাধিক বার বহুতল ধসে পড়ে দেশের বাণিজ্য নগরীতে। ঘটেছে একাধিক মৃত্যুর ঘটনাও।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest