মুলায়ম যাদবের হয়ে প্রচার করলেও এ বারের লোকসভা নির্বাচনে লড়ছেন না মায়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

লখনউ: আসন্ন লোকসভা নির্বাচন। উত্তরপ্রদেশে ইতিমধ্যে একসঙ্গে লড়ার কথা ঘোষণা করেছে বহুজন সমাজবাদী পার্টি এবং সমাজবাদী পার্টি। পরিবর্ত পরিস্থিতিতে জোটে না এলেও সমঝোতার রাস্তায় হাঁটতে পারে কংগ্রেসও। এই অবস্থায় নির্বাচনে না দাঁড়ানোর কথা ঘোষণা করে দিলেন বসপা সুপ্রিমো মায়াবতী।উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুধবার লখনউয়ে সাংবাদিকদের জানান, ‘আমি ভোটে দাঁড়াচ্ছি না। আমি আশাবাদী দল এবং দলের প্রত্যেক সদস্য আমার এই সিদ্ধান্তকে মেনে নেবেন। আশা করি, আমাদের জোট ভাল ফল করবে। তবে পরবর্তীতে ভোটে দাঁড়াতে হলে কোনও একটি আসন খালি করে সেখানে দাঁড়াব।’

প্রথমে শোনা গিয়েছিল মায়াবতী বিজনৌর অথবা আম্বেদকরনগর কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন৷ তবে কেন তিনি ভোটে লড়বেন না তার বিভিন্ন ব্যাখ্যা মিলছে৷ যেমন রাজনৈতিক মহলের একাংশের মতে, সমাজবাদীর পার্টির প্রধান মুখ হলেন মায়াবতী৷ সেক্ষেত্রে তিনি যদি নিজের প্রচারে ব্যস্ত হয়ে পড়েন তাহলে অন্যান্য আসনগুলিতে বসপা প্রার্থীদের জন্য প্রচারে বেশি সময় দিতে পারবেন না৷ ফলে নিজের কেন্দ্রেই তাঁকে আবদ্ধ থাকতে হবে৷

অপরদিকে নির্বাচনে না দাঁড়ালে তিনি পুরো সময়টাই প্রচারের কাজে লাগাতে পারবেন৷ সেক্ষেত্রে বিএসপি প্রার্থীরা প্রচারে অ্যাডভান্টেজ পাবেন৷ তাই সর্বভারতীয় সংবাদমাধ্যম খবর, ভোটে না দাঁড়ালেও মায়াবতীকে পুরোদমে নির্বাচনী প্রচারে ঝাঁপাতে দেখা যাবে৷ উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি৷

মায়াবতীর এ হেন সিদ্ধান্তে যারপরনাই অবাক রাজনৈতিক মহল। পরিসংখ্যান বলছে, ২০১৪ সালে লোকসভা নির্বাচনে মোট ৫০৩ আসনে লড়ে একটিও জিততে পারেনি বসপা। বলা ভাল, ২০০৯ লোকসভা নির্বাচনে জেতা ২১টি আসন খোয়াতে হয় ২০১৪-তে নরেন্দ্র মোদীর ঝড়ে। এ বার সরাসরি যুদ্ধক্ষেত্রে না নেমে পারবেন কি কোনও আসন জিততে? প্রশ্ন রাজনৈতিক মহলে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest