মৃত্যুবার্ষিকীতে ‘শ্রী’ স্মরণ জাহ্নবী’র

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মুম্বই: একবছর আগে এই দিনেই আচমকা সবাইকে ছেড়ে পরলোক পাড়ি দিয়েছিলেন ভারতের একমাত্র মহিলা সুপারস্টার শ্রীদেবী। মায়ের মৃত্যুদিনটা পরিবারের সঙ্গেই কাটাতে চান জাহ্নবী। তবে সোশ্যাল মিডিয়ায় মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি।শ্রীদেবীর হাত জড়িয়ে রয়েছেন জাহ্নবী, মায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে, ইনস্টাগ্রামে এমনই ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখলেন, ‘আমার মন সবসময় ভারী থাকবে, কিন্তু তবুও হাসব কারণ আমি জানি তুমি আমার সঙ্গে রয়েছ।’

তিথি অনুযায়ী  ১৪ ফেব্রুয়ারি  শ্রীদেবীর মৃত্যুর এক বছরে বিশেষ পুজোর আয়োজন করেছিলেন বনি কপূর। চেন্নাইয়ের বাংলোতে সেই পুজোতে বনি, জাহ্নবী, খুশি ছাড়াও উপস্থিত ছিলেন কপূর পরিবারের সদস্যরা।

জুলি (১৯৭৫) ছবি দিয়ে শিশু শিল্পী হিসাবে সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন শ্রীদেবী। তিনি এত বড় অভিনেত্রী ছিলেন যে তাঁকে ভারতের মহিলা সুপারস্টার বলা হত। ভারত সরকার তাঁকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করেছে। ২০১৭ সালে শ্রীদেবী অভিনীত ছবি মম, বক্সঅফিসে আসাধারণ সাফল্য পেয়েছিল। শ্রীদেবীর দেখিয়ে দেওয়া রাস্তাতেই চলছেন জাহ্নবী কাপুর।

https://www.instagram.com/p/BuOra4rn8L2/?utm_source=ig_embed

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest