মেঘলা আকাশ,স্বস্তির বৃষ্টি চলবে আগামী কয়েকদিন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

 কলকাতা : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আরও বেশকিছু জেলায় আগামী দু’দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রামের মতো একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তালিকা থেকে বাদ যাচ্ছে না তিলোত্তমাও।শুক্রবার সকালে কলকাতার সর্বোচ্চ আর্দ্রতার পরিমান ৯২ শতাংশ, সর্বনিম্ন ২৮ শতাংশ। আকাশে মেঘের পরিমান ৮৭ শতাংশ।সন্ধ্যার দিকে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

কয়েকদিন ধরেই ভ্যাপসা গরম টের পেতে শুরু করেছিল কলকাতা। তাপমাত্রার পারদ আরও ঊর্ধমুখী হওয়ার সম্ভাবনা ছিলই। তবে এরই মাঝে স্বস্তির খবর দেয় আলিপুর।বৃহস্পতিবার রাতেও কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকাতে আংশিক বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয়েছে। শুক্রবারও এই আবহাওয়া বহাল থাকবে রাজ্যের দক্ষিণের একাধিক জেলাতে। অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আকাশ আংশিক মেঘলা থাকবে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।রাজ্যে বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কিছুটা নামবে। রবিবার থেকে পরবর্তী কয়েকদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।  সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রির আশেপাশেই।বাতাসে জলীয় বাষ্প থাকায় আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও বেশি রয়েছে। আবহাওয়াবিদদের মতে, এর ফলেই অস্বস্তি বাড়ছে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest