মোদীর বায়োপিকে ৯ আলাদা লুকে বিবেক ওবেরয়,হেসে কুটোপাটি ওয়েব দুনিয়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মুম্বই : পরের মাসেই মুক্তি পাবে ‘পিএম নরেন্দ্র মোদী’।সপ্তাহ শুরুতে ট্রেড অ্যানালিস্ট তরন আদর্শ টুইটারে পোস্ট করেন মোদীর ভূমিকায় বিবেকের ন’টি লুকের ছবি। তিনি জানান, উমং কুমারের পরিচালনায় নরেন্দ্র মোদীর ভুমিকায় বিবেকের বিভিন্ন লুক।এরপর থেকেই সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা যে বিবেকের লুকে একেবারেই খুশি নয়, তা আর বলে দিতে হয় না। কোন দিক থেকে বিবেক ওবেরয়কে নরেন্দ্র মোদির মতো লাগছে, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

৭ জানুয়ারি মুক্তি পেয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম পোস্টার। ওই ছবিতে বিবেক ওবেরয়কে হলুদ কুর্তা আর চশমা পরে দেখা গিয়েছিল। পিছনে ছিল ভারতের পতাকা। ট্যাগলাইনে লেখা ছিল, ‘দেশভক্তিই আমার শক্তি।’ ছবির পোস্টার প্রকাশের পর লুক প্রকাশ্যে এলেও, তা ছিল মাত্র একটি। একাধিক চেহারার ছবি প্রকাশ্যে আসেনি। আর যখন তা সামনে এল, ট্রোল হতে শুরু করলেন বিবেক ওবেরয়।১৮ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল ছবির দ্বিতীয় পোস্টারের। কিন্তু গতকাল গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের মারা যাওয়ায় পিছিয়ে যায় পোস্টার রিলিজ।এরপরই  ট্রেড অ্যানালিস্ট তরন আদর্শ সামনে আনেন মোদী রুপী বিবেককে।

modi 759 1

সোমবার মোদীর বায়োপিকের জন্য আলাদা আলাদা লুক-এ বিবেক ওবেরয়ের ছবি সামনে আসতেই টুইটারে হাসির খোরাক হয়েছেন তিনি। একজন লিখেছেন, মোদী ছাড়া আর সবার মতো দেখতে লাগছে তাঁকে। আরেক জনের মন্তব্য, কোনও কিছুতে এক মাসের ফ্রি ট্রায়াল পেতে এমন প্রোফাইল করা হয়। ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ ছবির সংলাপের উদাহরণ দিয়ে আরেকজনের রসিকতা, স্বয়ং মোদীজিই লুকগুলো দেখে বিবেককে বলবেন, তোমার দ্বারা হবে না!

image

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest