যোগ্য প্রাথী নেই, তাই অন্য দল ভাঙাচ্ছি, স্বীকারোক্তি দিলীপ ঘোষের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা : লোকসভায় বিজেপির টিকিটে জিততে পারে তেমন প্রার্থী এ বঙ্গে নেই। বাধ্য হয়ে অন্য দল থেকে ভাঙিয়ে আনছি। সাংবাদিক সম্মেলনে এমনই স্বীকারোক্তি শোনা গেল রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মুখে।

লোকসভা ভোটের আগে বিপক্ষ শিবিরের একের পর নেতাকে দলে টেনে চমক দিয়ে চলেছে বিজেপি। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, বোলপুরের সাংসদ অনুপম হাজরা নাম লিখিয়েছেন গেরুয়া শিবির। বৃহস্পতিবার নয়াদিল্লিতে গেরুয়া উত্তরীয় পরে নিয়েছেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সাংসদ। প্রলোভন দেখিয়ে দল ভাঙছে বিজেপি। আগেই এই অভিযোগে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস সহ একাধিক দল। গত মঙ্গলবার দলের প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপিকে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বলেছিলেন, “এবার আমাকে ধার চাহিয়া লজ্জা দিবেন না বলে বোর্ড টাঙ্গাতে হবে।ওদের প্রার্থী কম পড়লে বলুক আমায়।দু-একটা গদ্দার খুঁজে পাঠিয়ে দেব।” প্রশ্ন উঠছিল কেন একাজ করছে বিজেপি।

শুক্রবার সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ কবুল করে নিলেন বিজেপির কাছে যোগ্য প্রার্থী নেই। সে কারণেই  অন্য দল থেকে লোক ভাঙিয়ে আনতে হচ্ছে গেরুয়া শিবিরকে।তিনি বলেন,  ”এটা ঠিক। জেতার মতো প্রার্থী আমাদের নেই। তবে বাংলার পরিবর্তন চান যাঁরা, তাঁরা আসছেন।যারা মোদীজির নেতৃত্বে ভারতের উন্নয়নে কাজ করতে চান, তাঁদের জন্য দরজা খোলা।”একইসঙ্গে দিলীপ ঘোষ দাবি করেছেন, প্রার্থী হওয়ার জন্য তিনশোর মতো আবেদন জমা পড়েছে। দলের মধ্যে আরও পঞ্চাশজন রয়েছে। এখনও পর্যন্ত প্রার্থী তালিকা প্রকাশ করেনি বিজেপি। দিলীপ ঘোষের দাবি, দু-একদিনের মধ্যেই ঘোষণা করা হবে প্রার্থী তালিকা।

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest