যৌননিগ্রহ-কাণ্ডে বিপাকে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী, গ্রেফতারের নির্দেশ শিশু সুরক্ষা কমিশনের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#কলকাতা: বিপাকে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়। ভোটের মুখে যৌননিগ্রহ-কাণ্ডে তাঁকে গ্রেফতারের নির্দেশ দিল পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা অধিকার আয়োগ।

শিশু সুরক্ষা অধিকার আয়োগ সূত্রে খবর, গত ২৬ এপ্রিল দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানা এলাকার বাসিন্দা এক নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনায় নাম জড়িয়ে যায় নীলাঞ্জন রায়ের। এ বিষয়ে ফলতা থানায় ওই নাবালিকার পরিবারের তরফে অভিযোগ দায়ের হয়। এমনকি পকসো(প্রোটেকশন অব চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস) আইনেও মামলা দায়ের হয়। নির্যাতিতার পরিবারের অভিযোগ, এর পরেও বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি পুলিশের তরফে।

কমিশনের তরফে জানানো হয়েছে, তদন্ত করে দেখা গিয়েছে, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এই অভিযোগের সারবত্তা আছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তাঁকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে নিতে হবে। এরপরেই মুখ্য নির্বাচনী আধিকারিককে জানানো হয়, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে বিজেপি প্রার্থীকে। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করার নির্দেশও দেওয়া হয়েছে।

এই ব্যাপারে স্থানীয় এক তৃণমূল নেতা জানিয়েছেন, “নীলাঞ্জন রায়ের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তারমধ্যে সবথেকে মারাত্মক অভিযোগ হলো এই যৌন নিগ্রহের অভিযোগ। আমরা বারবার এই ব্যাপারে আবেদন করে এসেছি। শেষ পর্যন্ত যে শিশু সুরক্ষা কমিশন আমাদের আবেদনে সাড়া দিয়েছেন, তাতে আমরা খুশি।”

অবশ্য এই পুরো ঘটনাকে সাজানো বলে মন্তব্য করেছেন বিজেপি প্রার্থী তথা রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি বলেন, “পুরোটাই সাজানো ঘটনা। তৃণমূল ভয় পেয়ে এ সব করছে। আমরাও যদি জাতীয় কমিশনগুলোকে ব্যবহার করা শুরু করি, তাহলে তৃণমূলের কোনও নেতা জেলের বাইরে থাকবেন না।”

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest