রকেট ছাড়বে ইসরো,এবার থেকে গ্যালারিতে বসে দেখতে পারবেন আপনিও

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: যে ভাবে স্টেডিয়ামে বসে ক্রিকেট বা ফুটবল দেখেন, একেবারে সেই ভাবেই এ বার গ্যালারিতে বসে তারিয়ে তারিয়ে উপভোগ করতে পারবেন রকেটের পিঠে চেপে কোনও উপগ্রহের পৃথিবীর কক্ষপথ বা মহাকাশে পাড়ি জমানোর পরিক্রমা। সরাসরি।জানা গিয়েছে, অত্যন্ত শক্তিশালী পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল্‌স (পিএসএলভি-সি-৪৫) রকেটের পিঠে চাপিয়ে ভারতের ‘এমিস্যাট’ ও ২৮টি বিদেশি উপগ্রহকে পৃথিবীর বিভিন্ন কক্ষপথে পাঠাবে ইসরো, আগামী পয়লা এপ্রিল, সোমবার সকাল সাড়ে ৯টায়।

ইসরোর এক পদস্থ কর্তার কথায়, ‘‘ওই দিনই গোটা উৎক্ষেপণ-পর্ব গ্যালারিতে বসে দেখবেন প্রায় হাজার পাঁচেক দর্শক। এই প্রথম। তার জন্য শ্রীহরিকোটায় সতীশ ধওয়ন মহাকাশ কেন্দ্রে প্রথম পর্যায়ের গ্যালারি তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে। আগামী কাল, রবিবার সেটি খুলে দেওয়া হবে।’’ অন্ধ্রপ্রদেশের সমুদ্রোপকূলের শ্রীহরিকোটায় ইসরোর সতীশ ধওয়ন মহাকাশ কেন্দ্রে (এসডিএসসি) ওই গ্যালারি বানানো হয়েছে। সেখানে রকেট উৎক্ষেপণের জন্য রয়েছে দু’টি লঞ্চ-প্যাড। ইসরোর একটি সূত্র জানাচ্ছে, সেই গ্যালারিতে বসে উপগ্রহ উৎক্ষেপণ দেখতে পারবেন অন্তত ৫ হাজার দর্শক। গ্যালারিটি এমন ভাবে বানানো হয়েছে যাতে দু’টি লঞ্চ-প্যাড থেকেই রকেটের উৎক্ষেপণ দেখা যায়।ইসরোর এক পদস্থ কর্তা বলছেন, ‘‘ওই গ্যালারিতেই রাখা থাকবে একটি জায়ান্ট স্ক্রিন। সেখানেই দেখা যাবে উৎক্ষেপণ-পর্বের যাবতীয় খুঁটিনাটি। কাউন্টডাউনের বিভিন্ন পর্বের কারণ কী কী, রকেট উৎক্ষেপণের পর কক্ষপথ বা মহাকাশে পৌঁছনোর আগে পর্যন্ত কী কী ঘটনা ঘটে, গ্যালারির দর্শকদের তা বোঝানোর জন্য সঙ্গে থাকবে ধারাভাষ্যও।’’

image
সতীশ ধওয়ন মহাকাশ কেন্দ্রে ইসরোর রকেট উৎক্ষেপণ দেখার গ্যালারি। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায়

ইসরোর ওই কর্তাটি জানিয়েছেন, এ বার বিজ্ঞানের গবেষক ছাত্রছাত্রীদের জন্যই ওই সুযোগ দেওয়া হচ্ছে। অনলাইনে আবেদনের ভিত্তিতেই এ বার দর্শকদের বেছে নিয়েছে ইসরো।ইসরো সূত্রের খবর, যাঁরা পরের পর্যায়ের রকেট উৎক্ষেপণগুলি শ্রীহরিকোটার ওই ৫ হাজার আসনের গ্যালারিতে বসে দেখতে চান, তাঁরা আদামা ৩ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন জানাতে পারেন ইসরোর কাছে। দেশের যে কোনও প্রান্ত থেকে। সেই আবেদন থেকে ইসরো শেষ পর্যন্ত কাদের কাদের দর্শক হিসেবে বেছে নিয়েছে, সেটাও অনলাইনে জানিয়ে দেবে ইসরো। আগামী ৬ এপ্রিলের মধ্যে। সেই ওয়েবসাইটের ঠিকানা: https://yuvika.isro.gov.in/yuvika/register.jsp

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest