Site icon The News Nest

রক্তাক্ত যীশু, ভেঙে পড়লেন মাতা মেরি, শ্রীলঙ্কায় বিস্ফোরণের পর ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Sri Lanka 2

কলম্বো: শ্রীলঙ্কার কলম্বো, নেগম্বো এবং বাট্টিকালোয়ায় দফায় দফায় ধারাবাহিক আটটি বিস্ফোরণে মৃতের সংখ্যা এখনও পর্যন্ত দাঁড়িয়েছে ২০৭-এ। আহত প্রায় সাড়ে চারশো। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় না-নিলেও শ্রীলঙ্কা থেকেই এই ঘটনায় সাত জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।দ্য গার্ডিয়ানের খবর অনুযায়ী, পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু সরকারি ভাবে জানানো হয়, এই ঘটনায় সন্দেহভাজন সাত জনকে গ্রেফতার করা হয়েছে। পরে পুলিশ বলে, একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু জি়জ্ঞাসাবাদ শুরু হয়নি এখনও। যে কারণে হামলাকারীদের উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনও অন্ধকারে।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আমেরিকা, ডেনমার্ক, পর্তুগাল, চিন, জাপান, পাকিস্তান, মরক্কো, বাংলাদেশ-সহ ভারতের মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে এ দিন। মৃতদের মধ্যে রয়েছেন দুই ভারতীয়। ধারাবাহিক বিস্ফোরণের পর ফেসবুক, ট্যুইটার সব সামাজিক যোগাযোগমাধ্যম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল শ্রীলঙ্কার সরকার।এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রভু যীশুর রক্তাক্ত মূর্তির ছবি। যা দেখে মানুষের মন খারাপ হয়েছে আরো বেশি।

ভাইরাল হয়েছে মাতা মেরির ভেঙে পড়া মূর্তির ছবিও।

Exit mobile version