রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, নতুন এডিজি আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিং, বিধাননগরে নিশাত পারভেজ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#কলকাতা: : প্রায় দেড় মাস পর সোমবার নবান্নে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের পর নবান্নে প্রথম দিন এসেই প্রশাসনে একাধিক রদবদল করলেন তিনি। স্বরাষ্ট্রসচিব পদে ফেরানো হল না অত্রি ভট্টাচার্যকে৷ তার জায়গায় নতুন স্বরাষ্ট্রসচিব হতে চলেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনার পদে আনা হচ্ছে সৌরভ দাসকে৷ নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে৷

সন্ধে বেলা নবান্ন ছেড়ে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী আরও কয়েকটি রদ বদলের কথা ঘোষণা করেন। মমতা জানিয়েছেন, নতুন এডিজি আইন-শৃঙ্খলা হচ্ছেন জ্ঞানবন্ত সিং। আগে তিনি ছিলেন বিধাননগরের পুলিশ কমিশনার। নির্বাচন কমিশন তাঁকে সরিয়ে দিয়েছিল। নতুন বিধাননগরের পুলিশ কমিশনার হচ্ছে নিশাত পারভেজ। এডিজি আইন-শৃঙ্খলা ছিলেন সিদ্ধিনাথ গুপ্তা। তাঁকে পাঠানো হয়েছে এডিজি এসটাবলিশমেন্ট পদে।

উল্লেখ্য, শেষ দফার ভোটের আগে স্বরাষ্ট্রসচিব পদ থেকে অত্রি ভট্টাচার্যকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন৷ সেই সময় মুখ্যসচিব মলয় দে’র উপর স্বরাষ্ট্রসচিবের কাজ দেখভালের অতিরিক্ত দায়িত্ব বর্তায়৷ ভোট মিটতেই পূর্ণ সময়কালের স্বরাষ্ট্রসচিব পদে আমলা খোঁজার তৎপরতা শুরু হয়৷ দু’এক জনের নাম শোনা গেলেও শেষপর্যন্ত মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ আলাপন বন্দ্যোপাধ্যায়কে এই দায়িত্বে আনা হল৷ এতদিন তিনি শিল্প সচিব ছিলেন৷ তার আগে পরিবহন দফতরের সচিব ছিলেন

অন্যদিকে ভোট মিটতেই রাজ্য নির্বাচন কমিশনার পদে নতুন মুখ আনা হল৷ এতদিন এই পদে ছিলেন অমরেন্দ্র নাথ সিং৷ ২০১৫ সালের অক্টোবর মাসে অমরেন্দ্রকে রাজ্য নির্বাচন কমিশনার পদে আনা হয়৷ গতবছর পঞ্চায়েত ভোট পরিচালনার দায়িত্বে তিনিই ছিলেন৷ সেই সময় তাঁর ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠে৷ নিয়ম বলছে, রাজ্য নির্বাচন কমিশনার পদে ছয় বছর থাকা যায়৷ অথবা ৬৫ বছর বয়স অবধি রাজ্য নির্বাচন কমিশনার পদে থাকা যায়৷ অমরেন্দ্র যখন দায়িত্ব নেন তখন তাঁর বয়স ছিল ৬১৷ সূত্রের খবর, এই মে মাসে তাঁর ৬৫ পূরণ হয়৷ তাই এই দায়িত্ব বদল৷

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest