Site icon The News Nest

রানওয়ে থেকে পিছলে হেলিকপ্টারে ধাক্কা বিমানের, নেপালে মৃত ৩

plane nepal

কাঠমান্ডু: নেপালের লুকলা বিমানবন্দরে অবতরণের সময় বিমান দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ৩ জনের৷ আহত হয়েছেন চার জন।

বিমানবন্দর সূত্রে খবর, এ দিন সামিট এয়ার-এর একটি বিমান রানওয়ে থেকে ওড়ার সময় পিছলে গিয়ে পাশেরই হেলিপ্যাডের দিকে গড়িয়ে যায়। সেখানে তখন মানাং এয়ার-এর দু’টি হেলিকপ্টার দাঁড়িয়ে ছিল। বিমানটি সোজা গিয়ে ধাক্কা মারে হেলিকপ্টার দু’টিতে।সঙ্গে সঙ্গে সেটি ভেঙে পড়ে। কপ্টারগুলি দাঁড়িয়েছিল রানওয়ে থেকে ৩০-৪০ মিটার দূরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিমানের পাইলটের। হেলিকপ্টারের কাছে দাঁড়িয়ে থাকা দুই পুলিশকর্মীরও মৃত্যু হয়েছে বলে নেপাল পুলিশের মুখপাত্র উত্তম রাজ সুবেদি জানিয়েছেন। বিমানে যে চার যাত্রী ছিলেন তাঁরাও আহত হয়েছেন এই ঘটনায়। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।  লুকলা বিমানবন্দরের এক আধিকারিক এমা নাথ অধিকারী জানিয়েছেন, কী ভাবে দুর্ঘটনাটি ঘটল সে বিষয়ে নিশ্চিত নই। তবে খতিয়ে দেখা হচ্ছে।

ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রতাপবাহু তিওয়ারি সংবাদমাধ্যমে জানিয়েছেন, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিমানের কো-পাইলট এস ধুঙ্গানা, অ্যাসিস্ট্য়ান্ট সাব ইনস্পেক্টর রাম বাহাদুর খাড়কার। খাড়কা ওই কপ্টারটির নিরাপত্তার দায়িত্বে ছিলেন।দুর্ঘটনায় মারাত্মক আহত হন সাব ইনস্পেক্টর রুদ্রবাহাদুর শেষ্ঠ। তাঁকে কপ্টারে নিয়ে যাওয়া হয় কাঠমান্ডুতে। সেখানে চিকিত্সা চলাকালীন তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনাগ্রস্থ বিমানটি পাইলট হিসেবে ছিলেন ক্যাপ্টেন বি আর রোকায়া। অন্যদিকে দাঁড়িয়ে থাকা কপ্টাটির পাইলট ছিলেন চেত গুরুঙ্গ। দুজনই মারাত্মক জখম হয়েছেন।

উল্লেখ্য, এভারেস্টে ট্রেকিংয়ে যাওয়ার জন্য পর্বতারোহীরা মূলত লুকলা বিমানবন্দরকে ব্যবহার করে থাকেন। প্রতি বছর বহু পর্বতারোহী এই পথ দিয়েই ট্রেকিংয়ে যান। এপ্রিল মাসে এই বিমানবন্দরের উপর প্রবল চাপ থাকে। ছোট বিমানে করে পর্বতারোহীদের ট্রেকিংয়ের জন্য নিয়ে যাওয়া হয়। বিমান ওঠানামা করার জন্য বিশ্বের অন্যতম ঝুঁকিবহুল বিমানবন্দর লুকলা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নেপালে আরও একটি বিমান দুর্ঘটনা ঘটে। সে বার নেপালের পর্যটনমন্ত্রী-সহ সাত জনের মৃত্যু হয়।২০১৭-র মে-তে লুকলা এই বিমানবন্দরেই অবতরণের সময় ভেঙে পড়ে একটি মালবাহী বিমান। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল দুই পাইলটের।

 

 

Exit mobile version