রোহিঙ্গা মানবাধিকার কর্মী রাজিয়া সুলতানাকে ‘অনন্য’ সম্মান আমেরিকার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিউ ইয়র্ক: বাংলাদেশের আইনজীবী,শিক্ষক ও মানবাধিকার কর্মী রাজিয়া সুলতানা কে সম্মান জানাল আমেরিকার বিদেশ মন্ত্রক। ত্রয়োদশ বার্ষিক ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা তুলে দেন মার্কিন বিদেশ মাইকেল পম্পেও। বৃহস্পতিবার আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট আয়োজিত ওই অনুষ্ঠানে হাজির ছিলেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বিশ্বশান্তি, মানবতা, ন্যায় বিচার, লিঙ্গ সাম্য এবং নারীর ক্ষমতায়নে অসাধারণ অবদানের জন্য রাজিয়াকে ধন্যবাদ জানান তিনি।

১৯৭৩  সালে মায়ানমারের রোহিঙ্গা পরিবার জন্ম রাজিয়ার। মাত্র ছয় মাস বয়সে পরিবারের সঙ্গে দেশ ছাড়তে হয় তাঁকে । শরণার্থী হয়ে আশ্রয় নিতে হয় বাংলাদেশ। ২০১৪ সাল থেকে রোহিঙ্গা শিশু নারী ও বালিকাদের নিয়ে কাজ করছেন তিনি। মায়ানমারের সেনা ধর্ষণের শিকার নারীদের কথা নিয়ে ইতিমধ্যেই দুটি বই লিখেছেন রাজিয়া।’ উইটনেস টু হরর’ এবং ‘রেপ বাই কমান্ড’ নামক বই দুটি পাঠক মহলে যথেষ্ট সাড়া জাগিয়েছে। ‘ফ্রী রোহিঙ্গা কোয়ালিশন’ নামক একটি সংগঠন পরিচালনা করে থাকেন রাজিয়া।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest