কংগ্রেস ছেড়ে বিজেপি’তে নাম লেখালেন মৌসুমি চট্টোপাধ্যায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বুধবার বিজেপি-তে যোগ দিলেন অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সদর দফতরে গিয়ে এ দিন গেরুয়া পতাকা হাতে তুলে নিয়েছেন তিনি।
এদিন দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেওয়ার পর নিজেকে মোদীর একনিষ্ঠ ভক্ত বলে দাবি করেন হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্রবধূ মৌসুমী চট্টোপাধ্যায়। যোগদানের পর তিনি বলেন,’প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনে আমি মুগ্ধ৷ আমি মানুষের জন্য কাজ করতে চাই৷ তাই বিজেপিতে যোগদান করেছি৷ আমার একার এত কাজ করার শক্তি নেই। তাই বিজেপিকে সঙ্গে চাই।’
এদিন সকালে মুম্বই থেকে দিল্লিতে পৌঁছন মৌসুমি চট্টোপাধ্যায়। দিল্লিতে বিজেপির সদর দফতরে মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে বাংলার প্রতিনিধি হিসেবে ছিলেন মুকুল রায়, সায়ন্তন বসু এবং প্রতাপ বন্দ্যোপাধ্যায়।রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকের পরে অমিত শাহের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে অভিনেত্রীর। কৈলাস-মুকুল-সায়ন্তনদের সঙ্গেই তিনি অমিত শাহের কাছে যান। আগামী ১১ ও ১২ জানুয়ারি দিল্লিতে বিজেপির জাতীয় কার্যকারিণীর যে বর্ধিত অধিবেশন বসছে, মৌসুমীকে সেই অধিবেশনে যোগ দিতে অমিত শাহ নিমন্ত্রণ করেছেন বলেও বিজেপি সূত্রে জানা গিয়েছে। এরপরই হাতে গেরুয়া পতাকা তুলে নেন তিনি।
সূত্রের খবর, তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন এরাজ্যের বিজেপি নেতা মুকুল রায়৷ বঙ্গ বিজেপি সূত্রে খবর, পদ্ম শিবিরের টিকিটে আসন্ন লোকসভা নির্বাচনে মৌসুমী চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের কোনও একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন৷ অভিনেত্রীর জনপ্রিয়তাকে কাজে লাগাতে তৎপর বিজেপি নেতারা৷ ২০০৪-তে কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়। কিন্তু সিপিএম নেতা মহম্মদ সেলিমের কাছে পরাজিত হন তিনি৷ এরপর রাজনীতির ময়দানে আর দেখা যায়নি তাঁকে৷ প্রায় দেড় দশক পর আবারও রাজনীতিতে ফিরলেন তিনি৷ যোগ দিলেন বিজেপিতে৷
জনপ্রিয় ব্যক্তিত্বদের দলে টানতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছে বিজেপি। সম্প্রতি ‘সম্পর্ক ফর সমর্থন’ নামে একটি কর্মসূচি নেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাতে গোটা দেশের জনপ্রিয় ব্যক্তিত্বদের কাছে গিয়ে তাঁদের দলকে সমর্থনের অনুরোধ জানান বিজেপি নেতারা। সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগে বলিউডের বেশ কয়েকজন প্রবাসী বাঙালি শিল্পীকে তাদের দলে টানতে পারে বিজেপি। তাদের কয়েকজন লোকসভা নির্বাচনে এরাজ্য থেকে টিকিট পেতে পারেন বলেও মনে করা হচ্ছে। গায়ক অভিজিৎ ভট্টাচার্যর সঙ্গেও মুকুল রায়ের বৈঠক হয়েছে বলে জানা গিয়েছিল। এ ব্যাপারে অবশ্য কোনও পক্ষই সত্যতা স্বীকার করেনি। অভিজিৎ নিজে বিজেপির টিকিটে লোকসভায় লড়াই বা বিজেপি-যোগের কথা সমূলে উৎখাত করেছেন। সরাসরি বলেছেন,’ আমার সঙ্গে এমন দেখা তো সবসময়ই হচ্ছে বিজেপি-সহ অনেক দলের নেতানেত্রীদের। আমার কোনও রাজনৈতিক উচ্চাকাঙ্খাও নেই।’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest