Site icon The News Nest

লোকসভার পাশাপাশি চার রাজ্যে চলছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণও

niadu

নিউজ কর্নার ওয়েবডেস্ক: ১৮টা রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। দেশের ৯১টা লোকসভা কেন্দ্রের ভাগ্য এ দিন বিকেলের মধ্যেই নির্ধারিত হয়ে যাবে। কিন্তু এর পাশাপাশি দেশের রাজ্যের মানুষ সে রাজ্যের নতুন সরকার গঠনের জন্যও ভোট দিচ্ছেন। অর্থাৎ সেই চারটে রাজ্যে লোকসভা ভোটের পাশাপাশি বিধানসভা ভোট চলছে। সেই রাজ্যগুলির ব্যাপারে একটু জেনে নিই।

অন্ধ্রপ্রদেশ

রাজ্যের ১৭৫টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। ৩ কোটি ৯৩ লক্ষ ভোটার ভোট দিচ্ছে অন্ধ্রের নতুন সরকার নির্বাচিত করার জন্য। বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে, এ বার শাসক তেলুগু দেশমের অবস্থা বেশ খারাপ। জগন্মোহন রেড্ডি ওয়াইএসআর কংগ্রেসই এ বার রাজ্য ক্ষমতা দখল করতে পারেন। তারকা প্রার্থী হিসেবে রয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ু, যিনি রাজ্যের কুপ্পম কেন্দ্রের ছ’বারের বিধায়ক। অন্য দিকে জগন্মোহন রেড্ডিও রয়েছেন। গত বছর পুলিভেন্ডুলা কেন্দ্র থেকে ৭৫ হাজার ভোটে জিতেছিলেন তিনি।

ওড়িশা

চার দফা ভোটের মধ্যে প্রথম দফার ভোট চলছে ওড়িশায়। ১৪৭টা বিধানসভা কেন্দ্রের মধ্যে ভোট দিচ্ছেন ২৮টি কেন্দ্রের ৬০ লক্ষ ভোটার। বিভিন্ন সমীক্ষায় ইঙ্গিত পাওয়া গিয়েছে, এ বার নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন বিজেডি সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া থাকলেও, রাজ্যে পুনরায় ক্ষমতায় আসতে পারেন তিনি। যদিও বিজেপির তরফে কঠিন লড়াইয়েরও ইঙ্গিত দেওয়া হয়েছে।

সিকিম

৩২টি বিধানসভা কেন্দ্রের চার লক্ষ ভোটার ভোট দিচ্ছেন। সিকিম নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের বিশেষ মাথাব্যাথা নেই, কারণ এখানে একজনই সর্বেসর্বা, মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং। তিনি এ বার অষ্টম বার বিধায়ক হওয়ার দৌড়ে রয়েছেন। দেশের দীর্ঘতম মুখ্যমন্ত্রীর হিসেবে রেকর্ড করে ফেলা চামলিং এ বার লড়ছেন দু’টি কেন্দ্র থেকে।

অরুণাচল প্রদেশ

এই রাজ্যটির দিকে রাজনৈতিক বিশ্লেষকদের নজর রয়েছে। কারণ বিভিন্ন সমীক্ষার ইঙ্গিত, এই রাজ্যে ক্ষমতায় ফিরতে চলেছে কংগ্রেস আর সেটা হলে উত্তরপূর্ব ভারতে কিছুটা চাপে পড়ে যাবে গেরুয়া শিবির।

Exit mobile version