শিকেয় প্রচার, বাঁকুড়ায় ঢোকার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: দলত্যাগ করে বিজেপিতে এসেছেন সদ্য। তার মধ্যে টিকিট পেয়েছেন লোকসভায়। কিন্তু নিজের কেন্দ্র বিষ্ণুপুরে ঢুকতে পারছেন না তিনি। সেই আদেশের বিরুদ্ধেই শীর্ষ আদালতে আবেদন করেছেন সৌমিত্র খাঁ।

চলতি বছরের শুরুতেই বড়জোড়া থানায় তাঁর বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ দায়ের হয়। সম্পর্কে পিসতুতো ভাই  প্রশান্ত মণ্ডল সৌমিত্র খাঁর বিরুদ্ধে অভিযোগ করেন, দাদা সৌমিত্র চাকরি দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে মোটা টাকা নেন। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষকতার  চাকরি দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়। কিন্তু, দু’বছর কেটে গেলেও চাকরি তিনি পাননি। টাকাও ফেরত পাননি।এরপরই আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সৌমিত্র খাঁ। বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, সৌমিত্র খাঁকে গ্রেফতার করা যাবে না। কিন্তু সৌমিত্র খাঁ-ও বাঁকুড়ায় ঢুকতে পারবেন না বলে স্পষ্ট করে দেয় আদালত। এরপর বাঁকুড়ায় প্রবেশের উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও একদফা বাড়ায় হাইকোর্ট। আরও ৩ সপ্তাহ বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী বাঁকুড়ায় ঢুকতে পারবেন না বলে জানায় কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ।হাইকোর্টের সেই নির্দেশের বিরুদ্ধেই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বাঁকুড়ায় প্রবেশের অনুমতি না পেলে, সৌমিত্র খাঁ কীভাবে প্রচার করবেন? তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও এই কদিন প্রচার সেরেছেন তাঁর স্ত্রী।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest