শুধুমাত্র অ্যান্ড্রয়েড গ্রাহকদের জন্য নতুন যে ফিচার নিয়ে এলে হোয়াটসঅ্যাপ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: এবার থেকে হোয়াটসঅ্যাপ স্টেটাসে নতুন ইমোজি দেওয়া যাবে। সম্প্রতি এক রিপোর্টে এই খবর সামনে এসেছে। হোয়াটসঅ্যাপ বিটা ২.১৯.১১০ ভার্সানের হাত ধরে অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচার পৌঁছাবে। তবে শুরুতে এই ফিচার ডিসেবেল থাকবে। সম্প্রতি অ্যান্ড্রয়েড , আইওএস ও ওয়েব ভার্সানে নতুন স্টিকার নিয়ে এসেছিল হোয়াটসঅ্যাপ। এছাড়াও চ্যাট উইন্ডোতে স্ক্রিনোশট নিষিদ্ধ হয়েছে এই মেসেজিং অ্যাপে। আরও এক নতুন ফিচারে হোয়াটসঅ্যাপ স্টেটাসে পৌঁছে গেল ইমোজি।

ডাব্লুএবিটাইনফো ওয়েবসাইটে এক রিপোর্টে জানানো হয়েছে হোয়াটসঅ্যাপ বিটা ২.১৯.১১০ এর হাত ধরে অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ এ এবার থেকে ইমোজি ব্যবহগার করা যাবে। নতুন এই ইমোজি আসার সাথেই পুরনো ইমোজি বাদ যাবে বলে জানানো হয়েছে। তবে এই ফিচার আপনার রোজকার হোয়াটসঅ্যাপ কথোপকথনে কোন পরিবর্তন আনবে না।

আপাতত শুধুমাত্র বিটা গ্রাহকরা হোয়াটসঅ্যাপস্টেটাসে নতুন ইমোজি ব্যবহার করতে পারবেন। স্টেবেল আপডেটে কবে এই ফিচার পৌঁছাবে তা জানা যায়নি।সম্প্রতি আইফোন, অ্যান্ড্রয়েড ও ওয়েব ভার্সানের হোয়াটসঅ্যাপ –এ যোগ হয়েছিল অ্যানিমেটেড স্টিকার। এছাড়াও এই সপ্তাহেই চ্যাট উইন্ডোর স্ক্রিনশট নেওয়া নিষিদ্ধ হয়েছে হোয়াটসঅ্যাপ –এ। এই সব ফিচার এখন বিটা ভার্সানে পৌঁছেছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest