সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণ মামলা: অসীমানন্দ সহ চার অভিযুক্তই বেকসুর খালাস

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণ মামলায় আরএসএস পন্থী স্বামী অসীমানন্দ সহ মোট চারজনকে বেকসুর খালাস করল।হরিয়ানার পাঁচকুলায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র বিশেষ আদালত বুধবার ওই মামলার রায় দিয়েছে। সেই রায়ে অভিযুক্ত ৪ জনকেই বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে, পর্যাপ্ত তথ্যপ্রমাণের অভাবে।
বিশেষ আদালতের বিচারপতি জগদীপ সিংহ ওই রায় দেওয়ার পাশাপাশি এক পাক নাগরিকের আবেদনও খারিজ করে দিয়েছেন। পাক নাগরিক রাহিলা ভাকিল তাঁর কৌঁসুলি মোমিন মালিকের মাধ্যমে আদালতে আবেদন জানিয়েছিলেন, তাঁর দেশের এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য শোনা হোক। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে এনআইএ-র বিশেষ আদালত।পাকিস্তান থেকে আসা ট্রেনে হরিয়ানার পানিপথে বিস্ফোরণ হয় ১৮ ফেব্রুয়ারি ২০০৭ তারিখে। দুটো কোচ পুরোপুরি দুমড়ে যায়। ৬৮ জনের প্রাণ যায় সেই ঘটনায়। প্রায় বেশিরভাগই পাকিস্তানি নাগরিক ছিলেন। অসীমানন্দ ছাড়াও লোকেশ শর্মা, কমল চৌহান, রাজিন্দর চৌধুরীকে এদিন বেকসুর খালাস করা হয়েছে। যে হামলা চালিয়েছে তাদের অর্থ সহ সমস্ত সাহায্য দেওয়ার অভিযোগ ছিল এদের বিরুদ্ধে। ২০১০ সালে এনআইএ ঘটনার তদন্তভার হাতে নেয়। জানায়, অভিযুক্ত গুজরাতের অক্ষরধাম মন্দির, জম্মুর রঘুনাথ মন্দির, বারাণসীর সঙ্কট মোচন মন্দিরে হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়ে পাকিস্তান থেকে আসা ট্রেনে হামলা চালিয়েছে বদলা নেওয়ার জন্য। তবে আদালত এদিন জানিয়েছে, এনআইএ অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। সেজন্যই অসীমানন্দদের ছেড়ে দেওয়া হল।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest