নিউজ কর্নার ওয়েব ডেস্ক: বলা হয়, প্রখর গ্রীষ্মে গরম পানীয় পান করলে না কি দাবদাহ কিছুটা হলেও কমে! শরীর যে তখন ভিতরে-বাইরে গরম হয়ে নিজেকে সইয়ে নেয় তাপমাত্রার ঊর্ধ্বগামী পারদের সঙ্গে! কিন্তু চোখের বেলায়ও কি এই যুক্তি খাটে? এই যে মালাইকা অরোরা ধরা দিয়েছেন স্যুইমস্যুটে, তার রংও তো গ্রীষ্মের চোখরাঙানির মতোই লাল! তা হলে?
View this post on InstagramSUMMER IS HERE … n dive right in n cool off…..MAKE A SPLASH!!!!!
A post shared by Malaika Arora (@malaikaaroraofficial) on
লদ্বীপের ছুটিতে আগুন আঁচের লাল স্যুইমস্যুট পরে স্রেফ পুলের ধারে ক্ষান্ত থাকেননি নায়িকা, নেমেছেন জলেও, অতলের ডাকে সাড়া দিতে। পরিণামে যে ফটোশুট উপহার পেলেন ভক্তেরা, তা কিন্তু দ্বিগুণ পাওনা! ওই এক ফটোশুটেই কিন্তু কালো এক জলপোশাকেও ধরা দিয়েছেন মালাইকা!
পাশাপাশি, তাঁর এই মলদ্বীপের ছুটির সবকটা সাজেই দেখা যাচ্ছে গ্রীষ্মের দাবদাহকে টেক্কা দেওয়ার খেলা! স্পষ্ট ঘোষণাও তো করছেন নায়িকা- সামার ইজ হিয়ার!
দেখছেনই তো ছবিগুলো, এ বার বলুন, গরমের সঙ্গে মানানসই কোন সাজে আপনার নজর কাড়লেন মালাইকা?
https://www.instagram.com/p/BvnqRR7hZuX/