Site icon The News Nest

সুরের ঝঙ্কারে তালিবানদের গর্জন থামানোর পণ জারা ইলহামের

jara

আফগানিস্তান: যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান৷ সেখানেই যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রিয়েলিটি শো ‘আমেরিকান আইডল’র আদলে ‘আফগান স্টার’ নামে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ তেরো বছর ধরে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়৷ প্রতিবারই পুরস্কার ঘরে তোলেন তালিবান অধ্যুষিত দেশের পুরুষেরা৷ তবে তাতেই এল বদল৷ চলতি সপ্তাহে প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হয়। একজন নারী হিসাবে প্রথমবার গান দিয়ে পুরুষদের হারিয়ে সেরার শিরোপা জিতলেন জারা ইলহাম।AFGHAN STAR 1

জারা ইলহামের বয়স এখনও কুড়ির গণ্ডি পেরোয়নি। পরিবারের কেউ গান করেন না৷ কিন্তু অন্যান্যদের গান শুনে অনুপ্রাণিত হয়েছেন জারা৷ চেয়েছিলেন সংগীতশিল্পী হিসাবে বিখ্যাত হতে৷ সেই অনুযায়ী ‘আফগান স্টার’ প্রতিযোগিতায় যোগ দেন ইলহাম৷ তাঁর মধুর কণ্ঠ আর সুরের মূর্ছনায় যেন প্রাণ পায় আফগান লোকসংগীত৷ তাতেই মুগ্ধ হয়ে যান বিচারকরা৷ ইলহামের গান মন ছুঁয়েছে দর্শকদের। যেমন গানের গলা, তেমনই সৌন্দর্যেও হার মানিয়েছেন তাবড় তাবড় সুন্দরীদেরও৷আন্তর্জাতিক গণমাধ্যমেও শিরোনামে স্থান পেয়েছেন বছর কুড়ির সুন্দরী। তালিবানি বন্দুকের বিরুদ্ধে সুর, তাল, লয় নিয়েই লড়াই চালিয়ে যেতে চান ইলহাম৷‘আফগান স্টার’-এর খেতাব পাওয়ার পর তিনি বলেন, ‘‘আমি জয়ী হতে পেরে খুবই গর্বিত৷’

 

Exit mobile version