Site icon The News Nest

সেনাশিবিরে রক্তগঙ্গা! সহকর্মীর গুলিতে হত তিন আধাসেনা

crpf

উধমপুর: কর্তব্যরত অবস্থায় তিন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হল তাঁদেরই এক সহকর্মীর গুলিতে। বুধবার রাতে জম্মু-কাশ্মীরের উধমপুরে সিআরপিএফ ক্যাম্পের ঘটনা। যিনি গুলি চালিয়েছেন তিনিও সিআরপিএফ জওয়ান। তাঁর অবস্থাও সঙ্কটজনক।

তিন নিহত জওয়ান রাজস্থানের ঝুনঝুনুর বাসিন্দা পোকারমাল আর, দিল্লির বাসিন্দা যোগেন্দ্র শর্মা, হরিয়ানার রেওয়ারির বাসিন্দা উমেদ সিংহ সিআরপিএফের হেড কনস্টেবল বলে জানা গিয়েছে। যিনি গুলি চালিয়েছেন তিনি কনস্টেবল অজিত কুমার। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তিন হেড কনস্টেবলের।

জানা গিয়েছে, বুধবার সন্ধ্যেয় বাহিনীর ১৮৭ নম্বর ব্যাটেলিয়নের সদর দফতর বাত্তাল বালিয়া ক্যাম্পে সামান্য কোনও ঘটনা নিয়ে পরস্পরের মধ্যে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন কয়েক জন জওয়ান। বচসা গড়ায় হাতাহাতিতে। বেশ কিছু ক্ষণ ধরে চলে মারামারি। অন্য সেনারা থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হন।

অভিযোগ, সে সময়েই হঠাৎ এক জওয়ান তাঁর সহকর্মীদের লক্ষ করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় চরমতম দুর্ঘটনা। ঘটনাস্থলেই প্রাণ হারান তিন জন জওয়ান।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এর পরে আত্মহত্যার চেষ্টা করেন অভিযুক্ত জওয়ানও। নিজেকে গুলি করে বসেন তিনি। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। খবর পেয়ে সিআরপিএফের উঁচুতলার কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। কী কারণে এত বড় দুর্ঘটনা ঘটে গেল, খতিয়ে দেখছেন তাঁরা।

মাস দু’য়েক আগে ৭ জানুয়ারি ঠিক এমনই ঘটনা ঘটেছিল শ্রীনগরের পাঁঠচকের সিআরপিএফ ক্যাম্পে। সে বারও দুই সহকর্মী জওয়ানকে গুলি করে খুন করার পর আত্মহত্যা করেছিলেন এক জওয়ান।

Exit mobile version