সেনেটারের মাথায় ডিম্ ফাটিয়ে শত শত বিয়ের প্রস্তাবে ভাসছেন উইল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অস্ট্রেলিয়া: নিউজিল্যান্ডের জঙ্গি হানার ভয়াবহতায় কেঁপে উঠেছে গোটা দেশ। হিংসা এবং নৃশংশতার পরিমাণ এতই বেশি ছিল যে হামলার দিনটিকে দেশের ‘কালো দিন’ বলে ঘোষণা করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। কিন্তু গোটা ঘটনার মাস্টারমাইন্ড অস্ট্রেলীয় বন্দুকবাজের বিরুদ্ধে সরব হওয়ার পরিবর্তে ধর্মবিদ্বেষী মন্তব্য করেছিলেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সেনেটর ফ্রেজার অ্যানিং।ফ্রেজারের এ হেন মন্তব্যে বেজায় চটে যায় এক অস্ট্রেলীয় তরুণ উইল কনোলি। সুযোগ খুঁজছিল সেনেটরকে উচিত শিক্ষা দেওয়ার। গত শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন ফ্রেজার। তখনই সেনেটরের মাথায় কাঁচা ডিম ফাটিয়ে উচিত শাস্তি দেয় উইল কনোলি।

আর এতেই রীতিমতো বীর উপাধি পেয়ে গেছেন সে। ফলে ডিম বালক বা এগ বয় খেতাবের আড়ালে এখন হারিয়ে যেতে বসেছে তার আসল নামটি। অস্ট্রেলিয়ার তরুণীদের ‘ড্রিম’ এখন ডিম বালককে ঘিরে। ডিম বালকের বীরত্বে মুগ্ধ তারা। অস্ট্রেলিয়ান তরুণীরা এখন তার প্রশংসায় পঞ্চমুখ। তবে কেবল প্রশংসাই নয়, শত শত অস্ট্রেলিয়ান তরুণী তাকে দিচ্ছেন বিয়ের প্রস্তাবও। এ ছাড়া ডিম বালক এখন এতই জনপ্রিয় তার ছবি দেওয়া টিশার্ট কিনে পড়েছেন তরুণ-তরুণীরা।

এদিকে সিনেটর ফ্রেজারের পদত্যাগ দাবিতে ক্যানবেরার রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভে নামেন। বিক্ষোভে অংশ নেওয়া বেশ কিছু তরুণীকে দেখা যায়, ‘মেরি মি এগ বয়’ সংবলিত প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে। তাদের কেউ কেউ চিৎকার করে বলছিলেন, ‘আমি তোমাকে বিয়ে করতে চাই ডিম বালক।’ আরেকটি প্ল্যাকার্ডে লেখা ছিল, বর্ণবাদী মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর মাধ্যমেই ডিম বালক সত্যিকারের পুরুষে পরিণত হয়েছে।

দেখে নিন ডিম্ ফাটানোর সেই ঘটনা-

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest