সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানোর শাস্তি জরিমানা ও জেল,আসছে নয়া নিয়ম

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: সোশ্যাল মিডিয়া অ্যাপগুলির জন্য দায়বদ্ধতা বাড়ানোর উদ্দেশে আরও কঠোর নিয়ম নিয়ে আসছে সরকার। এই ধরনের কোনো সোশ্যাল মিডিয়ায় তথ্য বা বিষয়কে নিয়ন্ত্রণ করতে আরও দৃঢ় আইন নিয়ে আসার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে যে কোনো ব্যক্তিকে গ্রুপের অন্তর্ভুক্তির আগে তাঁর সম্মতি নেওয়ার প্রয়োজন-সহ একাধিক বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে ভুল তথ্য বা বিষয় ছড়িয়ে দেওয়ার অপরাধে গ্রুপের কার্যকর্তাকে শাস্তি হিসাবে আর্থিক জরিমানা করা হতে পারে, আবার ক্ষেত্রে বিশেষে জেল পর্যন্ত খাটতে হতে পারে বলেও জানা গিয়েছে। কেন্দ্রের সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন সরকারি আধিকারিক জানিয়েছেন,“নির্বাচনের পরে এই ধরনের অ্যাপে মধ্যস্থতাকারী নির্দেশিকা প্রকাশিত হবে। আমরা আশা করছি সমস্ত সোশ্যাল মিডিয়ার অ্যাপ্লিকেশন ওই নির্দেশিকা মেনে চলবে”।নির্দেশিকাগুলি তৈরি করতে গিয়ে আমরা দেখছি এ সব ক্ষেত্রে এনক্রিপশন এমন হওয়া উচিত যাতে এটি ট্রেস-যোগ্যতাকে সমর্থন করে”।

আর এক আধিকারিক জানিয়েছে, সোশ্যাল মিডিয়ার অ্যাপ্লিকেশনগুলি বেশকিছু নিয়ম মেনে চলতে দ্বিধাবোধ করছে। তাদের দাবি, শুধুমাত্র প্রযুক্তিগত বাধার জন্য তারা এই নিয়মগুলি মেনে চলতে পারে না। তবে নতুন এই নির্দেশিকাগুলি চালু হয়ে গেলে, সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলিও তাদের প্রক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করতে বাধ্য থাকবে বলেই মনে করছে সরকার।

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest