‘স্বপ্নের চেয়েও যখন সুন্দর বাস্তব’, অবশেষে হাতে হাত রেখে সম্পর্কের স্বীকারোক্তি নুসরতের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#কলকাতা: সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী নুসরত জাহান। অভিনেত্রী হিসেবে এতদিনের কেরিয়ারে এ বার এল নতুন বাঁক। নুসরত এখন নির্বাচিত সাংসদ। তবে শুধু কেরিয়ারেই নয়। শোনা যাচ্ছে ব্যক্তিগত জীবনেও নাকি বড় বদল আসতে চলেছে নায়িকার। আগামী জুন মাসেই নাকি বিয়ে করবেন নুসরত।
উড়ো সেই খবরের সত্যতা অবশেষে স্বীকার করে নিলেন টলি অভিনেত্রী নুসরত। নিজের ইনস্টাগ্রামে জানিয়ে দিলেন, মনের মানুষ পেয়ে গিয়েছেন তিনি।

সংবাদমাধ্যমে নিখিল জৈনের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন ফাঁস হয়ে গিয়েছিল। কিন্তু সত্য-মিথ্যা নিয়ে একটা দ্বন্দ্ব ছিলই। সেই দ্বন্দ্ব নিজেই কাটিয়ে দিলেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় মানুষের হাত ধরে ছবি দিয়ে নুসরত্ লিখেছেন, ”স্বপ্নের চেয়েও যখন সুন্দর বাস্তব। জীবনের সেরা প্রাপ্তি পরস্পরের হাত ধরে কাটানো”।

https://www.instagram.com/p/Bx983WJnm_-/

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ইস্তানবুলে অনুষ্ঠান করে বিয়ে করবেন নুসরত-নিখিল। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়রা। এখন ডেস্টিনেশন ওয়েডিং অত্যন্ত ট্রেন্ডিং। সেই পথই নাকি বেছে নিতে চলেছেন নুসরতও। প্রাথমিক ভাবে সংসদের কাজ সামলেই নাকি বিয়ের জন্য কিছুদিন কাজ থেকে ছুটি নেবেন নুসরত। লোকসভা ভোটে বিপুল ব্যবধানে জয়ের পর আজমেঢ় শরিফ গিয়েছিলেন নুসরত। আপাতত তিনি দিল্লিতে। সংসদ ভবনের সামনে থেকে নিজের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে বিয়ের বিষয়ে এখনও মুখ খোলেননি তিনি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest