Site icon The News Nest

হাজার কেজি বিস্ফোরক বোঝাই লরি আটক টালায়, ধৃত চালক ও খালাসি

কলকাতা : খোদ কলকাতার রাস্তায় উদ্ধার হাজার কেজি বিস্ফোরক! গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে টালা ব্রিজের কাছে বিস্ফোরকবোঝাই লরিটি আটক উদ্ধার করে কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স। জানা গিয়েছে, লরির ভিতর  থেকে মোট ২৭টি ব্যাগে কমপক্ষে ১০০০ কেজি পটাশিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে বিস্ফোরক নিয়ে একটি ম্যাটাডর ওড়িশা থেকে বিটি রোড হয়ে উত্তর ২৪ পরগনার দিকে যাওয়ার কথা রয়েছে বলে জানতে পারে তারা। গভীর রাতে কলকাতা পুলিশের এসটিএফ-এর গোয়েন্দারা ওই ম্যাটাডরটি টালা ব্রিজের কাছে আটক করে।লরিটি আসছিল ওড়িশার দিক থেকে এবং উত্তর ২৪ পরগণার দিকে যাচ্ছিল।বড় কোনও নাশকতার ছক কষা হচ্ছিল বলে পুলিশের অনুমান। গ্রেফতার করা হয়েছে, ওই গাড়ির চালক ইন্দ্রজিৎ ভুঁই এবং খালাসি পদ্মলোচন দে-কে। তাঁদের বাড়ি ওড়িশার বালেশ্বরে।ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে, এত পরিমাণ বিস্ফোরক তারা কোথায় নিয়ে যাচ্ছিল? জেরায় সময়, এক এক রকমের মন্তব্য করছেন ধৃতেরা।তাঁদের বয়ানে অসঙ্গতি রয়েছে বলে পুলিশের দাবি।

কিছুদিন আগেই কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিহানাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল গোটা দেশ। তারপর থেকেই নিরাপত্তার জন্য বিভিন্ন স্থানে অভিযান বাড়িয়েছে পুলিশ। কারণ বিশেষজ্ঞরা বারবার পুলওয়ামার ঘটনাকে গোয়েন্দাদের ব্যর্থতা বলে দাবি করেছে। কলকাতায় এই ঘটনার পর স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়েছে গোয়েন্দাদের কপালে।ভোটের আগে বস্তায় করে এত পরিমাণ বিস্ফোরক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সে বিষয়ে খোঁজখবর করছেন গোয়েন্দারা। ইতিমধ্যে বেশ কিছু সূত্রও মিলেছে বলে দাবি তাঁদের।

Exit mobile version