Site icon The News Nest

হারের আশঙ্কা! ২০১৪ সালে জিতে আসা এক তৃতীয়াংশ সাংসদকেই এবার টিকিট দিচ্ছে না বিজেপি

cm in aims 3

নয়াদিল্লি: বিজেপির প্রকাশিত প্রথম তালিকাতে প্রথমেই বাদ পড়েন আদবানী। দ্বিতীয তালিকা থেকে বাদ পড়েন যোশী। সুষমা স্বরাজ ভোটে লড়বেন না আগেই জানিয়েছিলেন। লোকসভার অধ্যক্ষ তথা দীর্ঘদিনের সাংসদ সুমিত্রা মহাজনও সরে দাঁড়িয়েছেন। হিসেব বলছে, এবার লোকসভা নির্বাচনে অন্তত এক তৃতীয়াংশ বিজেপি সাংসদ বাদ পড়বেন।

ইতিমধ্যেই ২০১৪ সালে বিজেপির টিকিটে জিতেছিলেন এমন ৭১ সাংসদকে আর টিকিট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল। আরও ২৬ জন রয়েছেন এই তালিকায়। সংখ্যাটা আরও বাড়তে পারে। সবেমিলিয়ে এই সংখ্যা গিয়ে দাঁড়াতে পারে বর্তমান সাংসদদের এক তৃতীয়াংশ পর্যন্ত। দলের ধারনা ২০১৪ সালের লোকসভা নির্বাচনে মোদী হাওয়ায় ভর করে জিতে গিয়েছিলেন বহু প্রার্থী। তাদের অনেককেই এবার বাদ দেওয়া হচ্ছে। পাশাপাশি স্থানীয় ইস্যু ও প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বুঝে এবার আর টিকিট দেওয়া হচ্ছে না বহু সাংসদকে।এর আগে উত্তরপ্রদেশের প্রার্থী তালিকার ক্ষেত্রেও এক তৃতীয়াংশ জয়ী সাংসদ বাদ পড়েছেন আগেই।গোটা দেশে মোট ৪০০ আসনে লড়বে বিজেপি। বাকি আসন থাকবে শরিকদের জন্য। ২০১৪-তে মোদী ক্ষমতায় আসার সময় যারা জয়ী হয়েছিল, তারাই এবার বাদ পড়তে শুরু করেছেন। অনেক ক্ষেত্রেই জয়ী সাংসদ ক্রমে জনপ্রিয়তা হারানোয় ফল ভুগতে হয় দলকে। কিন্তু দল অনেক সময় বিশেষ কারণে তাদের ছেঁটে ফেলতে পারে না।তবে সূত্রের খবর অমিত শাহ এব্যাপারে আশ্বাস দিয়েছেন। তিনিই নাকি আশ্বস্ত করে বলেছেন যে মোদীর জনপ্রিয়তায় সব অসন্তোষ চাপা পড়ে যাবে।

Exit mobile version