হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ, অভিযোগ নেইমারে বিরুদ্ধে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: সময়টা একেবারেই ভাল যাচ্ছে না। কোপা আমেরিকা শুরুর আগে জাতীয় দলের অধিনায়কত্ব হারিয়েছেন। এবার নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন এক মহিলা।

সাও পাওলো পুলিশ জানিয়েছে, অভিযোগকারিণী ব্রাজিলের বাসিন্দা।  ইনস্টাগ্রামের মাধ্যমে তাঁর সঙ্গে নেমারের আলাপ হয়। এর পর তাঁদের মধ্যে মেসেজ চালাচালিও হয়। মহিলার অভিযোগ, প্যারিস সাঁ জারমঁ-এর স্ট্রাইকার নেমার গত মাসের মাঝামাঝি সময় দলের সঙ্গে প্যারিসে ছিলেন। সে সময় তাঁকে প্যারিসে এসে দেখা করার কথা বলেন নেমার। নেমারের সঙ্গে তিনি দেখা করতে সে সময় প্যারিসে যান। সেখানেই ধর্ষণ করা হয় তাঁকে। পুলিশের কাছে বয়ানে ওই মহিলার দাবি, প্যারিসের হোটেলে তাঁদের সাক্ষাতের সময় নেমার মদ্যপ অবস্থায় ছিলেন। সেখানে তাঁদের মধ্যে বেশ কিছু ক্ষণ কথাবার্তা হয়। তাঁদের মধ্যে ঘনিষ্ঠতাও হয়। হঠাৎই বেশ আক্রমণাত্মক হয়ে ওঠেন নেমার। এর পর এক সময় তাঁর ইচ্ছের বিরুদ্ধেই জোর করে যৌন সঙ্গম করেন।

এই অভিযোগে যথেষ্টই অস্বস্তিতে নেমার পরিবার। এ নিয়ে ব্রাজিল ফুটবলের কর্তারা কোনও বিবৃতি না দিলেও মুখ খুলেছেন নেমারের বাবা তথা তাঁর এজেন্ট নেমার স্যান্টোস। গোটা ঘটনার কথা অস্বীকার করেছেন তিনি। তাঁর কথায়, “এটা সত্যি ঘটনা নয়। সে (নেমার) কখনই এ ধরনের অপরাধ করেনি।” নেমার স্যান্টোসের দাবি, প্যারিসে ওই মহিলার সঙ্গে এক বার ডেটিং-এ গিয়েছিলেন নেমার। কিন্তু তার পর ওই মহিলার সঙ্গে আর দেখা করতে চাননি তিনি। তখন থেকেই নেমার ও তার পরিবারের কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা শুরু করেন ওই মহিলা। নেমারের বাবা জানিয়েছেন, ওই মহিলার সঙ্গে নেমারের হোয়াট্‌সঅ্যাপ মেসেজ প্রকাশ করতেও রাজি তাঁর পরিবার। তিনি বলেন, “আমাদের কাছে সমস্ত প্রমাণই রয়েছে। ইতিমধ্যেই সে সব কিছু আইনজীবীদের দিয়েছি।” নিজের ছেলের স্বপক্ষে তিনি আরও বলেন, “আমার ছেলের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠতে পারে। কিন্তু আমি জানি, ও কী ধরনের মানুষ… এটা একটা ফাঁদ ছাড়া আর কিছুই নয়।”

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest