Site icon The News Nest

#IPL 2019: ১৩ বলে ৪৮ রান আন্দ্রে রাসেলের, বিধ্বস্ত বিরাট বাহিনীকে হারিয়ে দুরন্ত জয় নাইটদের

KKR VS RCB

চেন্নাস্বামী: অসম্ভবকে সম্ভব করার নাম রাসেল৷ ৫ বল বাকি থাকতেই পাঁচ উইকেট ম্যাচ জিতে নেয় কেকেআর৷ সেই সঙ্গে লিগ টেবলে দু’ নম্বরে উঠে গেলে কিং খানে দল৷ আর টানা পাঁচ ম্যাচ হেরে ‘লাস্ট বয়’ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স৷

অধিনায়ক বিরাট কোহলি আর এবিডি-র চওড়া ব্যাটে জয়ের গন্ধ পেলেও দ্বাদশ আইপিএলে জয় অধরাই থেকে গেল বেঙ্গালুরুর। রাসেল ঝড়ে বিরাটদের মুখের গ্রাস কেড়ে নিল কেকেআর। টস জিতে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। তবে পার্থিব প্যাটেল আর বিরাট কোহলি জুটি এদিন শুরুটা দারুন করেন। ওপেনিং জুটিতে ৬৪ রানের পার্টনারশিপ গড়েন। ২৫ রান করে পার্থিব আউট হলেও বিরাট কোহলি এবং এবি ডিভিলয়ার্স জুটি বেঙ্গালুরুকে বড় রানের ভিত গড়ে দেন। বিরাট ৪৯ বলে ৮৪ রানে আউট হন। অন্যদিকে ৩২ বলে ৬৩ রান করেন এবিডি। আর শেষ দিকে মার্কোস স্টোইনিসের ১৩ বলে অপরাজিত ২৮ রানের ঝোড়ো ইনিংস ২০০ রানের গণ্ডি টপকাতে সাহায্য করে বেঙ্গালুরুকে। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে বেঙ্গালুরু। কেকেআর-এর হয়ে কুলদীপ, নারিন ও রানা একটি করে উইকেট পান।

২০৬ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ক্রিস লিন এবং সুনীল নারিন ঝোড়ো শুরু করলেও ১০ রানে প্যাভিলিয়নে ফেরেন নারিন। কিন্তু ক্রিস লিন ও রবিন উথাপ্পা জুটি কেকেআরকে টানতে থাকে। পবন নেগির শিকার দুজনেই। লিন ৪৩ আর উথাপ্পা ৩৩ রান করে সাজঘরে ফিরে যান। ২৩ বলে ৩৭ রান করে ফিরে যান নীতিশ রানা। অধিনায়ক দীনেশ কার্তিক করেন ১৯ রান। এরপরেই চিন্নাস্বামীর বাইশ গজে রাসেল ঝড়। ৭টি ছয়ে ১৩ বলে ৪৮ রানে অপরাজিত থাকলেন রাসেল। পাঁচ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেয় কেকেআর।

Exit mobile version