পুরী: পূর্বাভাসের আগেই ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতিবেগে ওড়িশা উপকূলে আছড়ে পড়ল ‘অতি শক্তিশালী প্রবল ঘূর্ণিঝড়’ ফণী। আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল, বিকেল ৩টে নাগাদ ওড়িশা উপকূলে আছড়ে পড়বে ফণী। কিন্তু তার আগেই সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ ১৯৫ কিলোমিটার বেগে ওড়িশার গোপালপুর এবং পুরীতে আছড়ে পড়ে।
ঘূর্ণিঝড় ফণির জেরে কলকাতায় শুরু হল বৃষ্টি। শুক্রবার সকাল ১০টা নাগাদ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ বাড়বে। বৃষ্টির খবর মিলেছে হাওড়া ও শহর লাগোয়া উত্তর ২৪ পরগনা থেকেও।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। শনিবার সকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতায়। শনিবার বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রবল বৃষ্টি হবে কলকাতা-সহ লাগোয়া জেলাগুলিতে। শনিবার রাতে কমবে বৃষ্টির পরিমাণ। রবিবার পরিস্থিতির উন্নতি হবে।
Breaking: Here is some LIVE footage straight from Puri where the #Cylone has hit recently #CycloneFani
Posted by Skymet Weather on Thursday, 2 May 2019