২১ মে মাধ্যমিকের ফলপ্রকাশ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#কলকাতা: পরীক্ষা শেষ হওয়ার ৮৮ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফল। আগামী ২১ মে সকাল ন’‌টায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করা হবে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে। অর্থাৎ ভোটের ফলাফলের দু’‌দিন আগেই ফল প্রকাশিত হতে চলেছে। সকাল ১০টা থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে নিজেদের পরীক্ষার ফলাফল জানতে পারবে পড়ুয়ারা। আর সকাল ১০ টা থেকেই নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে সংশ্লিষ্ট স্কুলগুলির প্রধানশিক্ষক বা স্কুলের প্রতিনিধিরা ছাত্রছাত্রীদের মার্কশিট এবং শংসাপত্র সংগ্রহ করতে পারবেন। ফলপ্রকাশের দিনই ছাত্রছাত্রীরা হাতে রেজাল্ট পেয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

১৯ মে লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট। ২৩ মে নির্বাচনের ফল ঘোষণা। স্বভাবতই কবে মধ্যমিকের রেজাল্ট বেরোবে তাই নিয়ে চাপানউতর ছিলই। তবে নির্বাচনের ফল ঘোষণার আগেই মাধ্যমিকে ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। তবে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের বিষয়ে পর্ষদের তরফে জানানো হয়েছে, জুন মাসের প্রথম সপ্তাহে বেরতে পারে রেজাল্ট। সূত্রের খবর, ২ জুন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরতে পারে।

এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি। আর ২২ ফেব্রুয়ারি শেষে হয়েছিল পরীক্ষা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest