Site icon The News Nest

৬৬ লক্ষের সম্পত্তিকে ২৫ লক্ষ দেখিয়েছেন! অমিত শাহের প্রার্থীপদ বাতিলের দাবিতে কমিশনের দ্বারস্থ কংগ্রেস

amit

নয়াদিল্লি: মিথ্যে হলফনামা জমা দিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। এই অভিযোগের ভিত্তিতে শাহের প্রার্থীপদ বাতিলের দাবি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল কংগ্রেস।

বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীকে সরিয়ে গুজরাতের গান্ধীনগর থেকে ভোটে দাঁড়াচ্ছেন অমিত শাহ।নিজেদের অভিযোগে কংগ্রেস জানিয়েছে, ‘ফের একটি ভুয়ো হলফনামা জমা দিয়েছেন অমিত, যেখানে দু’টি গুরুত্বপূর্ণ বিষয় বাদ দেওয়া হয়েছে। প্রথমটি হল গান্ধীনগরের একটি জমি। দ্বিতীয়টি হল, একটি বাণিজ্যিক ব্যাঙ্ক থেকে তাঁর ছেলের নামে নেওয়া ঋণ। এই ঋণের জন্য গ্যারান্টার ছিলেন অমিত নিজেই।’ কংগ্রেসের অভিযোগ, ‘ইচ্ছাকৃত ভাবে গান্ধীনগরের সম্পত্তির পরিমান কমিয়ে দেখিয়েছেন অমিত শাহ। সরকারি নথি অনুযায়ী, এই সম্পত্তির বাজারদর ৬৬ লক্ষ ৫০ হাজার টাকা। অথচ নিজের পেশ করা হলফনামায় এই সম্পত্তির মূল্য ২৫ লক্ষ টাকা দেখানো হয়েছে।’

একটি ব্যাঙ্ক লোনের প্রসঙ্গও তুলেছে কংগ্রেস। তাঁদের দাবি, লোকসভা নির্বাচনের মনোনয়ন পেশের আগেই নিজের দু’টি সম্পত্তি কালুপুর কমার্শিয়াল কো-অপারেটিভ ব্যাঙ্কে বন্ধক রেখেছিলেন অমিত। নিজের ছেলে জয় শাহ-র কোম্পানি ‘কুসুম ফিনসার্ভ’-এর জন্যই এই সম্পত্তি বন্ধক রেখেছিলেন তিনি। অভিযোগে কংগ্রেস জানিয়েছে, ‘এই জমি বন্ধক রাখার জন্যই অমিত শাহ-র ছেলে জয় শাহকে ২৫ কোটি টাকা ঋণ দিয়েছিল গুজরাতের অন্যতম বৃহত্তম এই কো-অপারেটিভ ব্যাঙ্ক। কিন্তু নিজের হলফনামায় এই লোনের বিষয়টি চেপে গিয়েছেন অমিত শাহ।’

কংগ্রেসের অভিযোগ, “ভুল করে নয়, ইচ্ছে করেই” এই তথ্য এড়িয়ে গিয়েছেন অমিত শাহ। এই প্রসঙ্গেই কংগ্রেসের দাবি, “নির্বাচন কমিশন এর বিরুদ্ধে ব্যবস্থা নিক এবং অমিত শাহের প্রার্থীপদ বাতিল করে দিক। পাশাপাশি মিথ্যে হলফনামা জমা দেওয়ার জন্যও তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।”

Exit mobile version