Site icon The News Nest

‌ভিভিপ্যাট–ইভিএম মামলায় সুপ্রিম ধাক্কা বিরোধীদের, গোনা হবে দুই শতাংশ ভিভিপ্যাটই

evm

#নয়াদিল্লি: ভিভিপ্যাট মামলায় সর্বোচ্চ আদালতে বড়সড় ধাক্কা খেল ২১টি বিরোধী দল৷ মঙ্গলবারের শুনানিতে ভিভিপ্যাট নিয়ে রায় পুনর্বিবেচনার আরজি খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন বেঞ্চ৷ স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ৫০ শতাংশ বুথে ভিভিপ্যাটের সঙ্গে ইভিএম মিলিয়ে দেখা সম্ভব নয়৷

সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে, প্রতিটি বিধানসভা ক্ষেত্রের জন্য একটির বদলে পাঁচটি করে ভিভিপ্যাট রাখতে। তাহলে প্রতিটি বিধানসভা কেন্দ্রের ২০৬২৫ ইভিএম–এর জন্য পাঁচটি করে ইভিএম বরাদ্দ করা হবে। বর্তমানে ৪২১৫টি ইভিএম–এর জন্য একটি ভিভিপ্যাট নির্দিষ্ট রয়েছে। ২১টি বিরোধী দল সুপ্রিম কোর্টে আবেদন করেছিল, স্বচ্ছ গণনার জন্য প্রতিটি বিধানসভা ক্ষেত্রে ইভিএম–এর সঙ্গে ভিভিপ্যাটের সংখ্যা পাঁচ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করতে। সেই আবেদনের শুনানিতে গত আট তারিখ সুপ্রিম কোর্টে কমিশন বলেছিল, ৫০ শতাংশ ভিভিপ্যাটের হিসাব মেলাতে গেলে গণনার জন্য অতিরিক্ত পাঁচ দিন লেগে যাবে।শুনানির শুরুতে এ দিন আবেদনকারীদের তরফে সিনিয়র অ্যাডভোকেট, কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, ‘‘আদালত ইতিমধ্যেই সেই পরিমাণ বাড়িয়েছে। প্রতিটি লোকসভা আসনের মধ্যে থাকা বিধানসভা কেন্দ্র-পিছু পাঁচটি করে বুথে এখন যে কোনও ইভিএমের সঙ্গে যে কোনও ভিভিপ্যাট যন্ত্রের জোড় পরীক্ষা চালানো হচ্ছে। কিন্তু সেটা বাড়িয়ে অন্তত ২৫ শতাংশ হলেই ভাল হয়। ভোটারদের আস্থা বাড়ানোর জন্যই এর প্রয়োজন।’’ কিন্তু সেই আবেদন আর শুনতে রাজি হয়নি শীর্ষ আদালত বিব্রত। বিচারপতি দীপক গুপ্ত ও বিচারপতি সঞ্জীব খন্নাকে নিয়ে গড়া তিন সদস্যের বেঞ্চে এ দিন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, ‘‘আমরা আর আমাদের রায় খতিয়ে দেখতে চাই না। এই একই আর্জি আর কত দিন ধরে আমাদের শুনতে হবে? তাই এই শুনানি চালিয়ে যাওয়াটা অর্থহীন।’’

পরে সিনিয়র অ্যাডভোকেট অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, ‘‘এটা খুবই দুর্ভাগ্যজনক, আমাদের আর্জি গ্রাহ্য হল না আদালতে। অথচ ইভিএম আর ভিভিপ্যাট যন্ত্রগুলি হঠাৎ বিগড়ে গেলে কী করণীয়, সে ব্যাপারে কোনও গাইডলাইন পাওয়া গেল না।’’

Exit mobile version