অচল রাজ্য: স্বাস্থ্য ও আইনশৃঙ্খলা নিয়ে নবান্নের কাছে জোড়া রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#নয়াদিল্লি: রাজ্যের কাছে জোড়া রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্যে স্বাস্থ্যে জট ও আইনশৃঙ্খলা নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে।

জানা গিয়েছে, রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তাররা কেন কর্মবিরতি পালন করছেন এবং কেন সেই অবস্থা এখনও পর্যন্ত স্বাভাবিক করা সম্ভব হলো না, তা নিয়ে নবান্নের কাছে রিপোর্ট চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এর আগে শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষবর্ধন চিঠি লিখে মুখ্যমন্ত্রীকে জানান, ডাক্তারদের এই কর্মবিরতির যাতে সমাধান করা সম্ভব হয়, সে ব্যাপারে যেন দ্রুত ব্যবস্থা নেন মুখ্যমন্ত্রী। পরের দিনই পাঠানো হলো এই অ্যাডভাইসারি।

এ ছাড়াও ভোট পরবর্তী রাজনৈতিক সংঘর্ষ নিয়েও রিপোর্ট তলব করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। এই অ্যাডভাইসারিতে বলা হয়েছে, ২০১৬ সালে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে ৫০৯টি। ২০১৮ সালে তা বেড়ে হয়েছে ১০৩৫টি। ২০১৯ সালে ইতিমধ্যেই ৭৭৩টি রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest