Site icon The News Nest

অবাক কান্ড! এপ্রিলে তুষারপাত বাংলায়

snowfall

দার্জিলিং: এতটা বোধহয় কোনো ভাবেই আশা করা যায়নি। শেষে কি না এপ্রিলেও তুষারপাতের ছোঁয়া পেল বাংলা। শনিবার দুপুরে তুষারপাতে ফের একবার সাদা হয়ে গেল সান্দাকফু।

এ দিন সকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জায়াগায় বৃষ্টি হচ্ছিল। পাহাড়েও হচ্ছিল বৃষ্টি। কিন্তু দুপুরের পরেই আসল ভেল্কি দেখায় আবহাওয়া। সবাইকে চমকে দিয়ে তুষারপাত শুরু হয়ে যায় সান্দাকফু-ফালুট অঞ্চলে। শেষ কবে এপ্রিলে সান্দাকফুতে বরফ পড়েছিল, তা মনে করতে পারছেন না সান্দাকফুর স্থানীয়রাই।

এই মরশুমে বরফ পড়ার পালা শুরু হয়েছিল ১৮ ডিসেম্বর। তার পর থেকে মাঝেমধ্যেই তুষারপাত হয়েছে পাহাড়ি অঞ্চলে। দার্জিলিং শহরেই বরফ পড়েছে তিন বার। শেষ বার কোন মরশুমে পাহাড়ে এতো বরফ পড়েছিল, তার কার্যত কোনো হিসেবই নেই।

Exit mobile version