অবিশ্বাস্য! মহাকাশে গিয়ে চোখধাঁধানো ছবি তুললো রেডমি নোট ৭

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: মুক্তির আগে রেডমি নোট ৭ নিয়ে উন্মাদনা ছিলই। মুক্তির পরও তা কমেনি। সম্প্রতি নয়া প্রযুক্তির এই স্মার্টফোন নিয়ে অভিনব পরীক্ষা করল চীনা স্মার্টফোন কম্পানি শাওমি। যার রিপোর্টও চাঞ্চল্যকর বটে। রেডমি নোট ৭-এর কোয়ালিটি প্রমাণে স্মার্টফোনটির একটি মডেল পাঠানো হল মহাকাশে। এর আগে ক্যামেরা বা বেলুন মহাকাশে পাঠানো হলেও এই প্রথম শাওমি-র স্মার্টফোন পাড়ি দিল মহাকাশে। পৃথিবী থেকে নিয়ন্ত্রিত এয়ার বেলুনে মহাশূন্যে গিয়ে ছবিও তুলেছে স্মার্টফোনটি।

গ্যাস বেলুনে বেঁধে রেডমি নোট ৭-এর তিনটি মডেল পাঠানো হয় মহাকাশে। গোটা বিষয়টা প্রথমে পরীক্ষামূলক ভাবে করা হলেও, সংস্থা জানিয়েছে তারা অভাবণীয় সাফল্য পেয়েছে। মহাকাশের নিখুঁত ছবি তো বটেই, এমনকি সম্পূর্ণ অক্ষত দেহে ফের মাটিতে ল্যান্ড করেছে রেডমির এই মডেল। শাওমি-র ট্যুইটার অ্যাকাউন্টে তা পাবলিশ করা হয়েছে। ছবিগুলি বিশেষ কিছু না হলেও, -৫৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেডমি নোট ৭-এর পারফরম্যান্স প্রশংসনীয় বটেই।

কোনও স্ক্র্যাচ ছাড়াই পৃথিবীতে ফিরে এসেছে রেডমি নোট ৭। যে গতিতে স্মার্টফোনটিকে পৃথিবীতে ফেরানো হয়েছে, তার পর হাত থেকে পড়লে অন্তত ভাঙার আশঙ্কা করা যায় না বলে মত বিশেষজ্ঞদের।মাত্র ১২-১৩ হাজার টাকার এই স্মার্টফোনের গুরুত্ব বোঝাতেই নয়া এই পরিকল্পনা শাওমির।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest