Site icon The News Nest

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয় ভারতের,ইতিহাস টিম ইন্ডিয়ার

india

বিরাট কোহালির হাত ধরে অধরা ইতিহাস ছুঁল ভারতীয় ক্রিকেট। ইতিহাসে প্রথম বার অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরছে ভারত। সিডনিতে বৃষ্টিতে ম্যাচ ড্র হওয়ার সঙ্গে সঙ্গে ২-১ ফলাফলে সিরিজ জিতে নিল ভারত। শুধু তাই নয়, এশিয়ার প্রথম দল হিসেবেও অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট সিরিজ জিতল ভারত।
চতুর্থ তথা সিরিজের ফাইনাল টেস্টে শুরু থেকেই চালকের আসনে ছিল ভারত। অস্ট্রেলিয়াকে রবিবার ম্যাচের চতুর্থ দিনে ফলো অনও করতে পাঠান বিরাট কোহলি। কিন্তু সেই ইনিংস সামান্য একটু গড়াতেই বৃষ্টির জেরে বন্ধ হয়ে যায় খেলা। সোমবার ম্যাচের পঞ্চম দিন বৃষ্টির জন্য খেলা শুরু হতে দেরি হতে থাকে। পরে আউটফিল্ড ভিজে থাকায় আম্পায়ররা ম্যাচ ড্র ঘোষণা করেন। বর্ডার-গাভাসকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি জিতেছিল ভারত। দ্বিতীয়টিতে জিতে সিরিজে সমতা ফেরায় টিম পেইনের দল। কিন্তু মেলবোর্নে তৃতীয় টেস্টে হেরে সিরিজে পিছিয়ে পড়ে অজিরা। ফলে সিরিজ ড্র করতে তাঁদের শেষ টেস্ট জিততেই হত। কিন্তু চতুর্থদিনই স্পষ্ট হয় ভারত সিরিজ জিততে চলেছে। কারণ, অস্ট্রেলিয়ার পক্ষে যে এ ম্যাচে জয় সম্ভব নয়, তা স্পষ্ট হয়ে যায় চতুর্থ দিনই। ম্যাচে ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন চেতেশ্বর পূজারা। বিরাটের দলের মিডল অর্ডারের ভরসা পূজারা ১৯৩ রান। তাঁকেই ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়। গোটা সিরিজেই দুর্দান্ত খেলেছেন পূজারা। করেছেন ৫২১ রান। তাই তাঁকেই দেওয়া হয়েছে ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার। দলের এই জয়ে স্বভাবতই উচ্ছ্বসিত হেড কোচ রবি শাস্ত্রী। ইংল্যান্ড সফরে হার থেকে শিক্ষা নিয়েই এই জয় বলে সাংবাদিক সম্মেলনে জানান তিনি। কোহালি আবার তারিফ করলেন দলগত সাফল্যের।
এর আগে শেষ বার অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের সুযোগ এসেছিল ২০০৩-০৪ সালে। কিন্তু, সে বার ভারত এবং সিরিজ জয়ের মাঝে দাঁড়িয়ে পড়েছিলেন স্টিভ ও। সে দিন স্টিভের স্টাম্পিং সুযোগ নষ্ট করেছিলেন পার্থিব পটেল। আর তার পরই অজি অধিনায়কের মহাকাব্যিক ইনিংস প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল ভারতের টেস্ট জয়ের মাঝে। সে দিন ম্যাচটি ড্র হয়ে যাওয়ায় সিরিজ জয় হাতছাড়া হয় ভারতের। ইতিহাসের দোড়গোড়া থেকে ফিরে আসতে হয়েছিল এক বঙ্গসন্তানকে। সৌরভের হাত ধরে সে দিন যা অসম্পূর্ণ থেকে গিয়েছিল, তারই যেন শাপমোচন হল সোমবার।

Exit mobile version