আইডেন্টিটি ডিজঅর্ডার-এর কারণে ‘দ্বিখণ্ডিত’ শাশ্বতর জীবন !

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিউজ কর্নার ওয়েব ডেস্ক : এক লেখকের মনের টানাপোড়েনের গল্প নিয়ে আসছে ‘দ্বিখণ্ডিত’। সেই লেখকের ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়। লেখক কৌশিক এবার একটি নাটকে হাত দিয়েছে। আর সেই নাটকের প্রধান চরিত্রের নাম বিপিন। লিখতে লিখতে একটা সময় সে নিজেকেই বিপিন ভাবতে শুরু করে। এই বিপিনের জীবনে রয়েছে হাজারো ক্রাইসিস। আছে মা-মেয়ে-স্ত্রীকে হারানোর যন্ত্রণা সহ নানাবিধ সমস্যার ঘনঘটা।হ্যালুসিনেশনে ভুগতে শুরু করে লেখক কৌশিক। এরপর একদিন ‘Dis-associative Identity Disorder’ নামক এক কঠিন ব্যাধি গ্রাস করে তাকে। পরিস্থিতি এমন হয়ে যায় যে কিছুতেই কল্পনা আর বাস্তবকে আলাদা করতে পারে না সে।স্বামীকে নিয়ে নাজেহাল হয়ে পড়ে সুমনা। সুমনার চরিত্রে দেখা যাবে অঞ্জনা বসুকে। একটা সময়ের পর বেকার হয়ে পড়ে কৌশিক।

স্বামীকে সুস্থ করে তুলতে সে দ্বারস্থ হয় ডাঃ দীপার। দীপার চরিত্রে সায়নী ঘোষ। লেখক কৌশিকের অসুস্থতার খবর পেয়ে ছুটে আসে পরিচালক ঋত্বিক। এরপরই গল্প মোড় নেবে অন্যদিকে। শেষমেশ কী দীপা সুস্থ করে তুলতে পারবে কৌশিককে? এমন টানটান রহস্য ও উত্তেজনায় ভর করে আসছে নবারুণ সেনের ছবি ‘দ্বিখণ্ডিত’। সদ্য মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। যা দেখেই বোঝা যাচ্ছে সাইকোলজিকাল ড্রামা হতে চলেছে। শেষমেশ গল্প কোন দিকে এগোয় তা জানতে অপেক্ষা করতে হবে আর কিছুদিন। আগামী ২৯ মার্চ মুক্তি পাবে ‘দ্বিখণ্ডিত’। তবে ট্রেলারে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মুখ থেকে জানা যায় শাশ্বত চট্টোপাধ্যায় ওরফে কৌশিক ডিসসোসিয়েটিভ আইডেন্টিটি ডিজঅর্ডারে আক্রান্ত। এভাবেই এগোবে ছবির গল্প। তবে শেষপর্যন্ত সমস্যার কীভাবে সমাধান হবে তা ছবিটি মুক্তি পেলেই বোঝা যাবে।ছবির পরিচালক নবারুণ সেন। আইটি প্রফেশনাল নবারুণ সিঙ্গাপুরে থাকেন। কিন্তু বাংলা সিনেমা তাঁর প্রাণ। সে কারণেই বহুদিন ধরে লিখে রাখা গল্প পরিচালনা করেছেন তিনি।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest