আজ পার্লামেন্টে যৌথ অধিবেশনের ডাক,‘নিউক্লিয়র অথরিটি’-র সঙ্গে বৈঠক ইমরানের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ইসলামাবাদ : ভারতের এয়ার স্ট্রাইকের জেরে দিশেহারা ইসলামাবাদ৷ প্রথমে ভারতীয় বায়ু সেনার অভিযানকে প্রায় ফুৎকারে উড়িয়ে দিয়েছিল তারা৷ পরে কার্যত সেই অভিযানের সত্যতা স্বীকার করে নেয় পাকিস্তান সেনা৷ আন্তর্জাতিক দুনিয়ার পাশাপাশি নিজের ঘরেই কোণঠাসা হয়ে পড়ে ইমরান সরকার৷এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী পরমাণু অস্ত্র নিয়ে বৈঠকে বসতে চলেছেন বলে জানা গিয়েছে৷  ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, বুধবারই ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকা হয়েছে ইসলামাবাদে৷ যেখানে পরমাণু অস্ত্র সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে ৷

পরমাণু অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংগঠন ন্যাশনাল কম্যান্ডার অথরিটির সঙ্গে ইমরানের বৈঠকের খবরে, কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে অনেকেরই। তবে ইমরানের ডাকা এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিতে নারাজ ভারতীয় সেনাবাহিনী। সেনার তরফে বলা হয়েছে, সবরকম পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছেন জওয়ানরা।

মঙ্গলবারই জরুরি ভিত্তিতে নিরাপত্তা বৈঠকের ডাক দেন পাক প্রধানমন্ত্রী৷ জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে উপস্থিত ছিল পাক সেনা প্রধান কামার জাভেদ বাজোয়া, বিদেশমন্ত্রী শাহ মামুদ কুরেশি, প্রতিরক্ষামন্ত্রকের উচ্চ পদস্থ কর্তা-সহ একাধিক আমলা৷ সীমান্ত লঙ্ঘন করে ভারতে যে হামলা চালিয়েছে, তা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে মরিয়া পাকিস্তান। অর্গানাইজেন অব ইসলামিক কোঅপারেশন, রাষ্ট্রসঙ্ঘ এবং মিত্র দেশগুলির কাছে নয়াদিল্লির বিরুদ্ধে অভিযোগ জানাবে ইমরানের সরকার৷

একই সঙ্গে ওই বৈঠকে পাকিস্তান বায়ু সেনার প্রস্তুতি সম্পর্কে অবগত করেছেন বিদেশমন্ত্রী কুরেশি। এমনকি সেনার তরফেও কী প্রস্তুতি নেওয়া হয়েছে তা নিয়ে সবিস্তারে আলোচনা হয়৷ এই বৈঠক শেষে পাক জনগণকে আগামী দিনে সবরকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে নির্দেশ দিয়েছেন ইমরান খান৷ তবে পাক পার্লামেন্টে ধিক্কার স্লোগান ওঠে ইমরানের বিরুদ্ধে৷পীঠ বাঁচাতে আজ, বুধবার পাক পার্লামেন্টের যৌথ অধিবেশনের আহ্বান করেছেন স্পিকার৷ পাক সংসদ বিষয়কমন্ত্রী আলি মহম্মদ খান জানান, ‘আমরা যুদ্ধের পরিস্থিতিতে এসে পড়েছি। গোটা দেশ একজোট হয়ে আছে। পার্লামেন্টে একসঙ্গে অধিবেশনের মাধ্যমেই সব সিদ্ধান্ত নেওয়া হবে।’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest