আজ ব্রিগেডে মোদী , জেনে নিন কোন কোন পথে শহরে ঢুকবে মিছিল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: আজ উত্তরবঙ্গে সভা করবেন মোদী এবং মমতা৷ ব্রিগেডেও নির্বাচনী সভা করবেন নরেন্দ্র মোদি৷ সময় যত গড়াচ্ছে, ততই এই সভা নিয়ে চড়ছে উত্তেজনার পারদ৷ আপাতত এই সভার দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ৷ ইতিমধ্যেই সভাস্থলে ভিড় জমাতে শুরু করেছেন নেতাকর্মীরা৷ কিন্তু তার আগে একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন রাস্তা দিয়ে ব্রিগেডে পৌঁছাবেন বিজেপি নেতাকর্মীরা৷

মিছিল কোন পথে
হাওড়ার মিছিল ব্রেবোর্ন রোড, ধর্মতলা দিয়ে।
শিয়ালদহের মিছিল মৌলালি, এসএন ব্যানার্জি হয়ে ধর্মতলা দিয়ে ঢুকবে ব্রিগেডে।
শ্যামবাজার থেকে মিছিল চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে।
হাজরা থেকে আশুতোষ মুখার্জি, জওহরলাল নেহরু রোড ধরে।
বিজেপির রাজ্য অফিস থেকে মিছিল আসবে চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরে।

ব্রিগেডের নিরাপত্তা
থাকছে অতিরিক্তি ৫ হাজার পুলিশকর্মী।
নজরদারিতে থাকছে ড্রোন ও সিসিটিভি৷
শহরজুড়ে থাকছে বিপর্যয় মোকাবিলা দল।
থাকছে কুইক রেসপন্স টিম।
শহরের বিভিন্ন প্রান্তে থাকছে পুলিশ পিকেট।
যানজট রুখতে পথে নামবেন ট্রাফিকের পুলিশকর্মীরাও।
প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকছে এসপিজির কমান্ডোবাহিনী।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest