Site icon The News Nest

আত্মঘাতী গোল! উন্নয়নের ভিডিও দিয়ে মোদীকে অস্বস্তিতে ফেললেন সম্বিৎ পাত্র

sambit patra

পুরী: মোদী সরকারের উন্নয়ন প্রচার করতে গিয়ে টুইটারে ভিডিও পোস্ট করেছিলেন বিজেপি নেতা সম্বিত পাত্র। এবার পুরী কেন্দ্র থেকে লড়ছেন তিনি। তবে তাঁর শেয়ার করা ভিডিওতে দেখে আহ্লাদিত হওয়ার বদলে অস্বস্তি বেড়েছে মোদী সরকারের।

ভিডিওটিতে দেখা গেছে একটি অত্যন্ত দরিদ্র পরিবারে কলাপাতায় ভাত খাচ্ছেন সম্বিত পাত্র। দরিদ্র ও দলিতদের বাড়িতে আহার করাটা এখন বিজেপি তাদের উন্নয়নের প্রতীক বলে মনে করে। যেকোনো সামাজিক সমস্যা সামনে এলেই বিজেপি নেতারা যে কোন একটি দলিত ঘর বেছে নিয়ে সেখানে খেতে বসে যান। বোঝাতে চান তাদের দলে জাতপাত নেই। তবে অন্য রাজনৈতিক দলগুলোকে এমন কসরত করতে হয় না। যদিও জাতপাতের ভেদাভেদ হয়তো সেখানেও রয়েছে। কিন্তু আরএসএস নেই। যাই হোক সম্বিত পাত্র আনন্দ সহকারে যে ভিডিও শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে ,এক বয়স্ক মহিলা কাঠের আগুনে রান্না করছেন। তারই একটু দূরে খেতে বসেছেন সম্বিত। বেশ কিছু ভালো ভালো কথা লেখা হয়েছে টুইটটিতে। যেগুলোর বেশির ভাগই আবেগঘন।

কিন্তু প্রশ্ন উঠেছে, কোথায় গেল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ? ২০১৬ সালে এই প্রকল্পটিকে কেন্দ্র সরকার সবথেকে সফল প্রকল্প বলে উল্লেখ করেছিল। নেটিজেনদের প্রশ্ন তাহলে গ্যাসের চুলোয় রান্না না করে মাটির চুলোয় কাঠের আগুনে ওই বৃদ্ধাকে রান্না করতে হচ্ছে কেন? সঠিক হোমওয়ার্কের অভাবে এমন একটি ভুল করে বসেছে পাত্র -বলে মস্করা করেছেন বহুজন।বলা হয়েছে,কেবল নিজের কলাপাতায় খাওয়ার ছবি ফলাও না করে,গণমাধ্যমে বিষয়টি শেয়ার করার আগে তার উচিত ছিল গোটা ছবিটি ভালো করে লক্ষ্য রাখা।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অনুযায়ী দারিদ্র্যসীমার নিচে সমস্ত পরিবারের গ্যাসের চুলো পাওয়ার কথা। প্রচার হয়েছিল দেশের সব দরিদ্র পরিবার এই গ্যাসের চুলো পেয়ে গিয়েছে। সাফল্যের ঢাক পিটিয়ে ছিলেন বিজেপি নেতারা। এখন সম্বিতের ভিডিও সামনে আসার পর তারা কি বলবেন এই নিয়ে শুরু হয়েছে সোশ্যাল সাইটে বিস্তর চর্চা। নেটিজেনরা অনেকেই বলেছেন উন্নয়নের প্রচার যে কেবলই প্রচার তা সম্বিত পাত্র নিজেই প্রমাণ করে দিলেন।রান্নায় ব্যস্ত মহিলার গায়ে যেভাবে হাত দিয়ে আছেন পাত্র- তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা।

 

Exit mobile version