আপনারা মুখোমুখি বসে আলোচনার মাধ্যমে সমস্যা মেটান, মোদী-ইমরানকে অনুরোধ মালালার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিউজ কর্নার ওয়েব ডেস্ক :  পাকিস্তান-ভারত সীমান্তে যুদ্ধাবস্থায় শঙ্কা প্রকাশ করেছেন মালালা ইউসুফজাই। পাকিস্তান ও ভারতের প্রধানমন্ত্রীকে আলোচনায় বসায় আহ্বান জানিয়েছেন তিনি।শান্তিতে নোবেলজয়ী এই পাকিস্তানি কিশোরী বুধবার টুইটারে ‘সে নো টু ওয়্যার’ হ্যাশট্যাগ ব্যবহার করে এক পোস্টে এই আহ্বান জানান।দীর্ঘদিন ধরে চলমান কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানের আহ্বানও জানান মালালা।

একজন নোবেল লরিয়েট, জাতিসংঘের শান্তি দূত, পাকিস্তানের নাগরিক ও একজন শিক্ষার্থী হিসেবে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা বৃদ্ধিতে  শঙ্কিত লন্ডনপ্রবাসী মালালা জানিয়েছেন ,সীমান্তের উভয় পারের বাসিন্দাদের নিয়েই উদ্বেগ রয়েছে তার। টুইটে মালালা লেখেন,”আমি এই কঠিন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ইমরান খান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি সত্যিকার নেতৃত্ব প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। আপনারা বসুন, হাত মেলান এবং সংলাপের মাধ্যমে বর্তমান সংঘাত ও দীর্ঘদিনের কাশ্মীর সংকটের সমাধান করুন।”

যুদ্ধের পথ পরিহারের আহ্বান জানিয়ে মালালা লিখেছেন, “যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে অবগত সবাই একমত যে, প্রতিশোধ কখনই সঠিক পথ নয়-একবার শুরু হলে তা শেষ হতে চায় না।চলমান যুদ্ধগুলোর কারণে আজকে লাখ লাখ মানুষ ভুগছে-আমাদের আরেকটি যুদ্ধের দরকার নেই। এখন দুর্দশাগ্রস্ত মানুষগুলোকেও সামলাতে পারে না আমাদের বিশ্ব।দুই দেশের নাগরিকরাই জানেন যে, সন্ত্রাসবাদ, দারিদ্র্য, অশিক্ষা ও স্বাস্থ্যসেবা সংকটই আসল শত্রু- তারা একে অপরের শত্রু নয়।”

আরও প্রাণহানি ও সম্পদের ক্ষতিসাধন এড়াতে ভারত-পাকিস্তানের মধ্যে আলোচনায় সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest