আম কেটে খান না চুষে, মোদীকে করা প্রশ্ন নিয়ে অক্ষয়কে কটাক্ষ ওয়াইসির

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

হায়দরাবাদ: প্রত্যাশা মতোই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতকার নিয়ে কটাক্ষ করলেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। হায়দরাবাদের সাংসদের নিশানা থেকে বাদ যাননি মোদীর প্রশ্নকর্তা অক্ষয় কুমারও।

দিন কয়েক আগে প্রকাশ্যে আসে নরেন্দ্র মোদীর দীর্ঘ সাক্ষাতকার। যা নিয়েছিলেন অভিনেতা অক্ষয় কুমার। দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনেই চলে দীর্ঘ আলাপচারিতা। উঠে আসে নানাবিধ বিষয় এবং তথ্য। যা নিয়ে শোরগোল পরেছে জাতীয় রাজনীতিতে। বঙ্গের রাজনীতিতেও বিশেষ প্রভাব ফেলেছে সেই সাক্ষাতকার।বিরোধী শিবিরের অভিযোগ ছিল একটি স্ক্রিপ্টেড সাক্ষাতকার দিয়েছেন মোদী। সেই একই সুর শোনা গিয়েছে আসাদুদ্দিনের গলাতেও। শুক্রবার হায়দরাবাদে এক নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে ওয়াইসি জানান যে টেলিভিশনের সঞ্চালকদের সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছেন। তাই অভিনেতা ডেকে সাক্ষাতকার দিতে হচ্ছে। তাঁর কথায়, “টেলিভিশ্নের সঞ্চালকেরা অভিনয় জানেন না। সেই কারণেই ভালো অভিনেতা ডেকে সাক্ষাতকার দিয়েছেন প্রধানমন্ত্রী।”

এরপরেই অভিনেতা অক্ষয় কুমারকে আক্রমন করা শুরু করেন মোদী। তিনি বলেছেন, “অভিনেতা প্রশ্ন করছেন, আপনি কী আম কেটে খান না চুষে খান? এটা কোনও প্রশ্ন হল? আম খেতেই জানে না সে আবার এত কিছু কী করে বলবে! আম পেলে তো খাবে।” ওই সভায় দাঁড়িয়ে মোদী প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ বলে দাবি করেছেন আসাদুদ্দিন ওয়াইসি। নিজের এই বক্তব্যের সপক্ষে বেকারত্ব বৃদ্ধি এবং কৃষক মৃত্যুর ঘটনার উল্লেখ করেছেন হায়দরাবাদের সাংসদ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest