আরএসএসে যোগ! নয়া পোশাক নিয়ে ফের একবার বিতর্কে পিগি চপস

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#মুম্বই: মেট গালা রাউন্ডে ‘ক্যাম্প লেডি’র বেশে উপস্থিত থেকে নেটিজেনদের রসিকতার মুখে পড়েছিলেন দেশি গার্ল। দিন কয়েক আগেই, ব্লাউজ ছাড়া শাড়ি পরেও জড়িয়েছেন বিতর্কে। যদিও সেই সমালোচনা কতটা যুক্তিযুক্ত ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের পোশাক বিতর্কে জড়ালেন ‘দেশি গার্ল’। এবার পোশাক-বিভ্রাটের জন্য ‘আরএসএস’ আখ্যা পেলেন।

নিউইয়র্কে নিজের বাড়ি থেকে বেরনোর সময় ছবি শিকারীদের ক্যামেরাবন্দি হন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক। সেখানে প্রিয়ঙ্কাকে কালো হেনলি, কালো ব্লেজারের সঙ্গে হাঁটু পর্যন্ত উঁচু কালো বুট ও খাকি হাফ প্যান্টে দেখা যায়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই ভাইরাল হয়েছে, সঙ্গে শুরু হয়েছে ট্রোলও। কেউ কেউ বলতে শুরু করেছেন, আরএসএসে যোগ দিয়েছেন প্রিয়ঙ্কা।

নেটিজেনদের দাবি, সংঘের পোশাকের সঙ্গে নাকি প্রিয়াঙ্কার হাফ প্যান্টের বেশ মিল রয়েছে। রাষ্ট্রীয় স্বয়ং সেবক অর্থাৎ আরএসএস দলের সদস্যরা মূলত তাঁদের পোশাক হিসেবে খাকি রঙা হাফ প্যান্টই পরেন। আর এদিন দেশি গার্লের পোশাকের সঙ্গে তার মিল খুঁজে পেয়েই নেটিজেনরা ‘আরএসএস’ তকমা সেঁটেছেন তাঁর গায়ে। সুযোগ পেয়েই সোশ্যাল মিডিয়ায় ট্রোল করতে শুরু করেছেন কয়েকজন। কেউ কটাক্ষ করছেন, প্রিয়ঙ্কা শেষ পর্যন্ত আরএসএস যোগ দিলেন। কেউ বলছেন, প্রিয়ঙ্কা চোপড়া আরএসএসের বৈঠক সেরে বেরিয়ে আসছেন। কারও মন্তব্য প্রিয়ঙ্কা আরএসএসের আন্তর্জাতিক দূত নির্বাচিত হয়েছেন। এমনকি একে, আরএসএস ‘কেত’ বলেও একজন মন্তব্য করেছেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest