Site icon The News Nest

ইউটিউব থেকে উধাও ‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এর ট্রেলার!

accidental prime minstar

মুক্তির আগেই একের পর এক বিতর্ক।। ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয় রাজনীতি। দ্য আক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার’-এর ট্রেলার শেয়ার করে সেই বিতর্কে ইন্ধন যুগিয়েছিল বিজেপি। এবার সেই সিনেমার ট্রেলার গায়েব হয়ে গেল ইউটিউব থেকে। ঘটনায় রীতিমত ক্ষুব্ধ হয়ে ওঠেন অনুপম খের। টুইট করে ইউটিউব-এর কড়া নিন্দা করেন তিনি।

দু’দিন আগে পর্যন্ত ইউটিউবে ট্রেন্ডিং লিস্টের প্রথমেই ছিল ‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এর ট্রেলার। বুধবার ইউটিউবে ‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ লিখে সার্চ করলে প্রথম পাতায় ছবির কোনও নাম অবধি নেই! ক্ষুব্ধ অনুপম টুইটারে লিখছেন,‘প্রিয় ইউটিউব! দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার লিখে সার্চ করলে প্রথম পঞ্চাশের মধ্যেও আসছে না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ফোন করে আমাকে জানাচ্ছেন। সোমবার পর্যন্ত ইউটিউবে ১ নম্বর ট্রেন্ডিং ছিল। অনুগ্রহ করে সাহায্য করুন। হ্যাপি নিউ ইয়ার।’

যে প্রশ্ন অনুপম ছুড়েছেন, নেটপাড়ার লোকজনদের মনেও সেই কথাই ঘোরাফেরা করছে। মুক্তির এক সপ্তাহের মধ্যে যে ট্রেলারের ভিউয়ার ৩৭ মিলিয়ন, সেই ট্রেলার এখন কেন খুঁজেই পাওয়া যাচ্ছে না ইউটিউবে? আগামী ১১ জানুয়ারি মুক্তি পাবে ওই ছবি। তার আগে অনুপমের এই টুইটের পর থেকেই চতুর্দিকে জল্পনা, ‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এর ট্রেলারটা বোধ হয় উড়িয়েই দিয়েছে ইউটিউব। ইউটিউবে সার্চ করার পর স্ক্রিনশট তুলেও শেয়ার করেছেন অনেকে। তবে ‘ইউটিউব ইন্ডিয়া’র তরফ থেকে এখনও অবধি কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। অন্য দিকে নেটিজেনদের একটা অংশের জল্পনা, এর পিছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি নেই তো!
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের রাজনৈতিক জীবন অবলম্বনে সিনেমাটি তৈরি করেছিলেন পরিচালক বিজয় রত্নাকর গুট্টে।প্রথম ইউপিএ জমানায় মনমোহন সিংয়ের মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বারুর লেখা জীবনী নিয়েই তৈরি হয়েছে দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার।বলিউড অভিনেতা অনুপম সিনেমাটি মুখ্য অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর চরিত্রে অভিনয় করছেন৷

Exit mobile version