Site icon The News Nest

উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২০-র সূচি ঘোষণা করল সংসদ, প্রকাশিত হল নির্ঘণ্ট

madh

#কলকাতা: মাধ্যমিকের পর শুক্রবার পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমির পরীক্ষার সূচি ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী ২০২০ সালের ১২ মার্চ থেকে শুরু হবে পরীক্ষা। চলবে ১৬ দিন ধরে। প্রতিদিনই সকাল ১০টা থেকে শুরু হবে পরীক্ষা। ৩ ঘণ্টা ১৫ মিনিট ধরে পরীক্ষা হবে।

একই সঙ্গে সংসদ জানিয়েছে, ২০২০ উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি গৃহীত হবে চলতি বছরেই। ২-২৪ ডিসেম্বরের মধ্যে ওই সমস্ত প্র্যাকটিক্যাল পরীক্ষাগ্রহণ সেরে ফেলতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার সূচি দেখে নিন এক নজরে-

ওই নির্দেশিকায় বলা হয়েছে— ২০২০ সালের ১২ মার্চ প্রথম ভাষা এবং ১৪ মার্চ দ্বিতীয় ভাষার পরীক্ষা হবে।

১৬ মার্চ: জীববিদ্যা, বিজনেস স্টাডিস, রাষ্ট্রবিজ্ঞান।

১৭ মার্চ: হেল্থ কেয়ার, অটো মোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিজ— ভোকেশনাল সাবজেক্ট।

১৮ মার্চ: গণিত, মনোবিদ্যা, নৃতত্ত্ব, কৃষিবিদ্যা, ইতিহাস।

১৯ মার্চ: কম্পিউটার বিজ্ঞান, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিজ্ঞান, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, সঙ্গীত ও ভিস্যুয়াল আর্টস।

২১ মার্চ: কমার্শিয়াল ল অ্যান্ড অডিটিং, দর্শনশাস্ত্র ও সমাজবিজ্ঞান।

২৩ মার্চ: পদার্থবিদ্যা, পুষ্টি বিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান ও হিসাবশাস্ত্র।

২৫ মার্চ: রসায়ন, অর্থনীতি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পারসি, আরবি ও ফরাসি।

২৭ মার্চ: পরিসংখ্যান বিজ্ঞান, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট ও ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।

Exit mobile version