ঋষভ পন্থ- এর হয়ে সওয়াল মহারাজের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: বিশ্বকাপের স্কোয়াডে দ্বিতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে কে থাকবেন, দীনেশ কার্তিক নাকি ঋষভ পন্থ? ক্রিকেটমহলে চলছে চর্চা। চলছে তর্ক-বিতর্ক। এই চার নম্বর জায়গার জন্য গত এক বছরে সাত থেকে আটজন ব্যাটসম্যানকে ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অথচ শাস্ত্রী-কোহলি জুটি এখনও চূড়ান্ত করতে পারেনি কে হবে বিশ্বকাপে ভারতীয় ব্যাটিংয়ের নম্বর ফোর। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলে দিলেন বিশ্বকাপে তাঁর চার নম্বর কে?

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে দীনেশ কার্তিককে একদিনের ফরম্যাটে সুযোগ দেওয়া হয়েছিল। মিডল অর্ডারে নানা জায়গায় নামানো হয়েছিল তাঁকে। তার মধ্যে চার নম্বরও ছিল। কিন্তু, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজে স্কোয়াডেই রাখা হয়নি কার্তিককে। সেই সিরিজেই শেষ দুই ম্যাচে সুযোগ পান ঋষভ পন্থ। কিন্তু, তিনি ভরসা জোগাতে পারেননি। এই অবস্থায় মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে দলের দ্বিতীয় উইকেটকিপার কে হবেন বিশ্বকাপে, জল্পনা চলছে।

এই প্রসঙ্গেই সৌরভ বলেছেন, “আমি দীনেশ কার্তিকের চেয়ে ঋষভ পন্থকে এগিয়ে রাখব। কার্তিক বেশ কিছু ক্যামিও ইনিংস খেলেছে ঠিকই, কিন্তু কেদার যাদবের মতো দলকে বিপদ থেকে টেনে তুলতে পারেনি। তাই ওদের মধ্যে কোনও একজনকে যদি বেছে নিতে হয়, তবে ভবিষ্যতের দিকে তাকিয়ে ঋষভকেই দলে নেওয়ার পক্ষপাতী আমি।”

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest