Site icon The News Nest

এই মুহূর্তে পাঁচটি বেস্ট ব্যাটারি যুক্ত বাজেট স্মার্টফোন

130420 v2 asus zenfone max pro m2 mobile phone large 1 1

দ্রুতগামী সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে স্মার্টফোনের টেকনোলজিও। প্রতিদিন স্মার্টফোন আপডেট হচ্ছে কোনো না কোনো ভাবে। তবে যেকোনো স্মার্টফোনের ‘প্রাণ’ হল তার ব্যাটরি। ভালো ব্যাটারি না হলে একটি স্মার্ট ফোন চালানো খুবই বিরক্তিকর হয়ে ওঠে। আসুন জেনে নিই পাঁচটি বেস্ট বাজেট ব্যাটারি স্মার্টফোন সম্পর্কে।
১. আসুস জেনফোন ম্যাক্স প্রো এম টু-এটিতে আছে একটি বৃহৎ 5000mh ব্যাটারি। আসুস দাবি করে ২ দিন চার্জ থাকবে এর। 3প্লাস 32gb এর দাম 12999 টাকা এবং 4 প্লাস 64gb এর দাম 14999 টাকা
এটিতে আছে 6.3 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে এবং অত্যন্ত শক্তিশালী স্ন্যাপড্রাগন 660 প্রসেসর।

২. আসুস জেনফোন ম্যাক্স প্রো এম ওয়ান-আসুস জেনফোন ম্যাক্স প্রো এম টুর মত আসুস জেনফোন ওয়ান এ আছে একটি শক্তিশালী ৫০০০mh এর ব্যাটারি।
আসুস এর মতে এতে 12 ঘন্টা খুব অনায়াসে গেমিং করা যাবে। এটিতে আছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 636 প্রসেসর এটির 3+32 জিবি ভেরিয়েন্ট এর দাম এখন কমে হয়েছে ৯৯৯৯ টাকা।

৩. ইনফিনিক্স নোট 5-5.9 ইঞ্চির ফুল এইচডি প্লাস যুক্ত ইনফিনিক্স নোট প্রো তে আছে একটি 4500 এম এস এর ব্যাটারি। এটি একটি মিডিয়াটেক হেলিও p23 প্রসেসর আছে এর রিয়ার ক্যামেরা যথাক্রমে 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যথাক্রমে 16 মেগাপিক্সেলের।
ভারতীয় বাজারে এর দাম 9499 টাকা।

৪. রিয়েল মি টু-6 পয়েন্ট 2 ইঞ্চির এইচডি প্লাস রেজুলেশনের সঙ্গে লঞ্চ হওয়া রিয়েল মি টু এর ব্যাটারি 4230 এমএইচ। এটির রিয়ার ক্যামেরা যথাক্রমে 13 প্লাস 2 মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল এর । এতে আছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 450 এর প্রসেসর এর দাম 9499 টাকা

৫. রিয়েল মি c1-সিক্স প্লাস 2 ইঞ্চ রেজুলেশন যুক্ত রিয়েল মি ওয়ান এ আছে স্নাপড্রাগণ 450। আর আছে একটি বৃহৎ 4230 এম এস এর ব্যাটারি। দাম 7499 টাকা।

Exit mobile version