এক্সিট পোলের সঙ্গে তুলনা ঐশ্বর্যা রাইয়ের, কুরুচিকর পোস্টের জন্য বিবেককে নোটিস মহিলা কমিশনের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#মুম্বই: ভোটগ্রহণ পর্ব শেষ হয়ে গিয়েছে। সাত দফা লোকসভা নির্বাচনের পর এ বার ভোটের ফলের পালা। এর মধ্যেই বিভিন্ন সূত্রের এক্সিট পোল নিয়ে দেশজুড়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। কেউ বলছেন এক্সিট পোলের পূর্বাভাস মিলিয়ে দেশ জুড়ে ফের উঠবে গেরুয়া ঝড়। কেউ বা বলছেন এক্সিট পোল যা বলছে, ফলাফল হবে তার উল্টোটাই। এই সবের মধ্যেই এক্সিট পোল নিয়ে নিজের মতামত টুইটারে শেয়ার করেছেন অভিনেতা বিবেক ওবেরয়। কী ভাবছেন তিনি তা বোঝাতে মিম-এর সাহায্যই নিয়েছেন বিবেক। তা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

যেখানে পরপর তিনটি ছবিতে ঐশ্বর্যা রাইয়ের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন বি-টাউনের তিন তারকা। সলমন খান, বিবেক ওবেরয় এবং অভিষেক বচ্চন। সলমনের সঙ্গে ঐশ্বর্যার ছবিতে লেখা হয়েছে ওপিনিয়ন পোল। বিবেকের সঙ্গে রাই সুন্দরীর ছবির ট্যাগ এক্সিট পোল। সবশেষে আরাধ্যা এবং অভিষেকের সঙ্গে ঐশ্বর্যার ছবিতে লেখা রেজাল্ট। আর এই মিমটিই নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করে হাসির ইমোজি দিয়ে বিবেক লিখেছেন, “Haha!  creative! No politics here….just life”। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, “ক্রিয়েটিভ। এতে কোনও রাজনীতি নেই। এই তো জীবন কালীদা।”

https://twitter.com/vivekoberoi/status/1130380916142907392

ঐশ্বর্যাকে নিয়ে কেন টানাটানি করা হলো তা নিয়েই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। আর সেই বিবেকই বা কী করে শেয়ার করলেন? অনেকেরই বক্তব্য, “অভিনেত্রী তো রাজনীতির ময়দানের লোক নন। তাহলে তাকে নিয়ে এক্সিট পোল সংক্রান্ত মিম কেন বানাচ্ছেন একদল মানুষ।” আর এক দলের কথায়, “একসময় যাঁর সঙ্গে বিবেকের সম্পর্ক ছিল তাঁকে নিয়ে তৈরি এমন নিম্ন মানের মিম কী ভাবে নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করলেন অভিনেতা?” বিবেকের এ হেন কাজে স্বভাবতই হতবাক বলিউডের একাংশও। বিবেকের এ হেন কীর্তিকলাপ দেখে অভিনেত্রী সোনম কাপুর লিখেছেন, “বিরক্তিকর এবং রুচিহীন।” তবে ঐশ্বর্যা কিংবা বচ্চন পরিবারের তরফে অবশ্য এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বইছে নিন্দার ঝড়। এমন নিম্ন রুচির মিম কী ভাবে বিবেকের ক্রিয়েটিভ মনে হলো সেটাও জানতে চেয়ছেন অনেকেই।

একজন মহিলাকে নিয়ে এধরনের আপত্তিকর মিম বিবেক ওবেরয় কীভাবে নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন? এমনই প্রশ্ন তুলেছেন মহারাষ্ট্র মহিলা কমিশনের প্রধান বিজয়া রত্নাকর। এবিষয়ে পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই এবিষয়ে অভিনেতার কাছে মহিলা কমিশনের তরফে নোটিস পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest